Tuesday, December 2, 2025

শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে আবারও দুর্গতদের সাহায্যে ‘পাশে আছি সুন্দরবন’

Date:

ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে বিপর্যস্ত সুন্দরবনের মানুষকে ভরসা যোগাচ্ছে ‘পাশে আছি সুন্দরবন’। রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র সহ বেশ কিছু শুভাকাঙ্খী মানুষজন এবং বেশ কয়েকটি সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে ‘পাশে আছি সুন্দরবন’।

ইয়াস পরবর্তী উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ইয়াসে বিপর্যস্ত সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ‘পাশে আছি সুন্দরবন’-এর স্বেচ্ছাসেবীরা সরকারী কোভিড বিধি মেনে নিত্যপ্রয়োজনীয় জিনিস, যেমন আলু,পেঁয়াজ, মুসুর ডাল, নুন, সোয়াবিন, মশারী থেকে শুরু করে ঔষধ সহ আরো অন্যান্য দরকারী সামগ্রী প্রায় কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। উত্তরের হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে দক্ষিণের সাগর, পাথরপ্রতিমা, গোসাবা থেকে শুরু করে সুন্দরবনের বিস্তৃত অঞ্চলে কয়েক হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে অসীম মণ্ডলের উদ্যোগে এই ‘পাশে আছি সুন্দরবন’।

গত বছর আমফানের পরেও সুন্দরবনের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন অসীম মণ্ডলের উদ্যোগে এই ছাত্র-শিক্ষক দল। এবারেও তার অন্যথা হয়নি। ইয়াস পরবর্তী বিপর্যস্ত সুন্দরবনের পাশে আবারও এই মানবিক উদ্যোগ। এছাড়াও অসীম মণ্ডলের সুন্দরবনের যাওয়া এবং ত্রাণ সঠিকভাবে সঠিক মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার পদ্ধতি এবং ওনার সুন্দরবনের প্রতি ধারণা বহু মানুষকে অনুপ্রেরণা জোগায় এবং বহু মানুষ ও বহু স্বেচ্ছাসেবী সংস্থাও ওনার ওই গাইডলাইন দেখেও বিভিন্ন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে বারবার সুন্দরবনের মানুষদের হাসি ফুটিয়েছে ‘পাশে আছি সুন্দরবন’।

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ? মুর্শিদাবাদে তুঙ্গে জল্পনা

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...
Exit mobile version