Wednesday, August 27, 2025

শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে আবারও দুর্গতদের সাহায্যে ‘পাশে আছি সুন্দরবন’

Date:

ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে বিপর্যস্ত সুন্দরবনের মানুষকে ভরসা যোগাচ্ছে ‘পাশে আছি সুন্দরবন’। রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র সহ বেশ কিছু শুভাকাঙ্খী মানুষজন এবং বেশ কয়েকটি সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে ‘পাশে আছি সুন্দরবন’।

ইয়াস পরবর্তী উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ইয়াসে বিপর্যস্ত সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ‘পাশে আছি সুন্দরবন’-এর স্বেচ্ছাসেবীরা সরকারী কোভিড বিধি মেনে নিত্যপ্রয়োজনীয় জিনিস, যেমন আলু,পেঁয়াজ, মুসুর ডাল, নুন, সোয়াবিন, মশারী থেকে শুরু করে ঔষধ সহ আরো অন্যান্য দরকারী সামগ্রী প্রায় কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। উত্তরের হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে দক্ষিণের সাগর, পাথরপ্রতিমা, গোসাবা থেকে শুরু করে সুন্দরবনের বিস্তৃত অঞ্চলে কয়েক হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে অসীম মণ্ডলের উদ্যোগে এই ‘পাশে আছি সুন্দরবন’।

গত বছর আমফানের পরেও সুন্দরবনের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন অসীম মণ্ডলের উদ্যোগে এই ছাত্র-শিক্ষক দল। এবারেও তার অন্যথা হয়নি। ইয়াস পরবর্তী বিপর্যস্ত সুন্দরবনের পাশে আবারও এই মানবিক উদ্যোগ। এছাড়াও অসীম মণ্ডলের সুন্দরবনের যাওয়া এবং ত্রাণ সঠিকভাবে সঠিক মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার পদ্ধতি এবং ওনার সুন্দরবনের প্রতি ধারণা বহু মানুষকে অনুপ্রেরণা জোগায় এবং বহু মানুষ ও বহু স্বেচ্ছাসেবী সংস্থাও ওনার ওই গাইডলাইন দেখেও বিভিন্ন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে বারবার সুন্দরবনের মানুষদের হাসি ফুটিয়েছে ‘পাশে আছি সুন্দরবন’।

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ? মুর্শিদাবাদে তুঙ্গে জল্পনা

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version