Thursday, November 13, 2025

বিজেপিতে কেউ থাকবে না, বাংলাকে লিড করবেন মমতাই: তৃণমূলে ফিরে মন্তব্য মুকুলের

Date:

“বিজেপিতে থাকতে পারলাম না। কেউ থাকতে পারবে না। বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে৷ বাংলাকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷” তৃণমূলে ফিরে বললেন মুকুল রায়। শুক্রবার, সকাল থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলে ফিরছেন মুকুল রায় (Mukul Roy); সঙ্গে পুত্র শুভ্রাংশু (Shubranshu Roy)। তৃণমূল ভবনে ঢুকেই তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) মুকুল রায় বলেন, “ভুল করেছি”। এরপর সাড়ে চারটের কিছু পরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘোষণা করেন, মুকুল রায় ও শুভ্রাংশু তৃণমূলে যোগ দিলেন। তাঁদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুকুল আমাদের বিরুদ্ধে কোনও কথা বলেনি। ঘরের ছেলে। তৃণমূলের অত্যন্ত পুরনো দিনের সাথী। চমকে-ধমকে তাঁকে রাখা হয়েছিল বিজেপিতে (Bjp)। ওইদলে কেউ থাকতে পারে না”। এই কথার রেশ নেই মুকুল রায় বলেন, “খুব ভালো লাগছে। অনেকদিন পরে পুরনো ছেলেদের দেখতে পাচ্ছি”। এরপরেই বলেন, “বিজেপি করতে পারলাম না। পারবও না। সেই কারণেই পুরনো দলে ফিরে এলাম। বাংলায় বিজেপি করার লোক থাকবে না। ওই দলে থাকা যায় না”।

মুকুল বলেন, বাংলাকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী জোটের মুখ হিসেবে ইতিমধ্যেই উঠে এসেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। মুকুলের এই মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিল।

একইসঙ্গে রাজনৈতিক মহল খুঁজে পাচ্ছে আরও এক সমাপতন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের ঠিক দুবছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল। ২০২৪-এর লোকসভা নির্বাচনের তিনবছর আগে দলে ফিরলেন তিনি। এবং স্পষ্ট জানিয়ে জানিয়ে দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো মতবিরোধ নেই।

কিন্তু প্রশ্ন উঠছে, কেন ছাড়লেন বিজেপি? কী অসুবিধা হচ্ছিল? সরাসরি এই প্রশ্নের কোনও উত্তর দিতে চাননি মুকুল রায়। শুধু বলেছেন, তাঁর দল ফেরা নিয়ে তিনি লিখিত বিবৃতি পেশ করবেন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version