হায়দরাবাদের কাছে হেরে আইপিএলে লাস্ট বয় ধোনির সিএসকে

আবারও হার ধোনির(MS Dhoni)। চেন্নাই সুপার কিংস(CSK) একের পর এক ম্যাচ হেরেই চলেছে। ধোনির হাতে নেতৃত্বের ভার তুলে দিয়ে চমক দিলেও সাফল্য কিন্তু অধরাই চেন্নাই সুপার কিংসের। তাদেরকে হারিয়েই ফের জয়ের রাস্তায় ফিরল সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ৮ বল বাকি থাকতেই এদিন চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে ৫ উইকেটে জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচ হেরে লিগ টেবিলে একেবারে দশ নম্বরে নেমে গেল চেন্নাই সুপার কিংস।

টস জিতে এদিন চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক। কিন্তু সেই সুযোগ একেবারেই কাজে লাগাতে পারেনি তারা। রবীন্দ্র জাদেজর(Ravindra Jadeja) ২১ রান এবং গুরুত্বপূর্ণ সময়ে ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) ৪২ রানের ইনিংস না খেললে চেন্নাই এদিন ১০০ রানের গন্ডীও টপকাতে পারত কিনা সন্দেহ আছে। এদিনও মাত্ক ৬ রানেই সাজঘরে ফেরেন এমএস ধোনি(MS Dhoni)।

সেই ধোনির দলের বিরুদ্ধেই এদিন আবার রানে ফিরলেন ঈশান কিষাণ(Ishan Kishan)। তাঁর রান না পাওয়া নিয়ে আলোচনাটা চলছিলই। সেখানেই এদিন হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন ঈশান কিষাণ। তবে তিনি ফেরার পর সানরাইজার্স হায়দরাবাদও(SRH) কিন্তু খানিকটা চিন্তা পড়ে গিয়েছিল। সেই সময়ই তাদের ত্রাতা কামিন্দু মেন্ডিস। ২২ বলে ৩২ রানের একটা গুরুত্বপুর্ণ ইনিংস। আর তাতেই জয় পাকা করে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ।