সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী বেল

শনিবার ইউরো কাপের ( euro cup) অভিযান শুরু করতে চলেছে ওয়েলস( Wales) । শনিবার সন্ধ্যায় গ‍্যারেথ বেলদের(gareth bale) মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড( Switzerland)।

প্রথম ম‍্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ওয়েলস অধিনায়ক গ‍্যারেথ বেল। প্রথম ম‍্যাচে সুইজারল্যান্ডকে মাত দিতে পারবেন বলে মনে করছেন তিনি। তবে প্রথম ম‍্যাচের একটা বিষয় চিন্তায় রাখছে ওয়েলস সমর্থকদের।২০১৯ সালের অক্টোবর মাসে শেষ গোল পেয়েছিলেন বেল। তারপর আর গোলের মুখ দেখেননি তিনি। তবে  সুইজারল্যান্ড বিরুদ্ধে নামার আগে এসব নিয়ে ভাবতে নারাজ বেল। বরং টিম গেমে বেশি বিশ্বাসি ওয়েলস অধিনায়ক। এদিন সাংবাদিক সম্মেলনে বেল বলেন,” এটা কোনও ব্যাপার নয়। নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করাতে সহায়তা করছি। সেই পরিস্থিতি তৈরি হলে আশা করি আমিও গোল করে দলকে সাহায্য করতে পারব।”

এদিকে প্রথম ম‍্যাচে কোন রকম ভুল চাননা সুইজারল্যান্ডের ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেস। ওয়েলসের বিরুদ্ধে ভাল খেলতে মরিয়া তিনি। এদিন তিনি বলেন, “প্রথম ম্যাচে জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। বেল অত্যন্ত অভিজ্ঞ ও দুর্দান্ত ফুটবলার। তবে আমরা সবাই মিলে কোনও ভুল না করলে, ওকে রুখে দেওয়া সম্ভব।”

আরও পড়ুন:শুভ পালকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Previous articleফের কমতে চলেছে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যেকার ব্যবধান? কী বলছে কেন্দ্র
Next articleশ্বাসনালীতে সংক্রমণ, সাহিত্যিক সমরেশ মজুমদার হাসপাতালে চিকিৎসাধীন