Saturday, August 23, 2025

বিহারে বেসুরো ২ জোটসঙ্গী, বাড়ছে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা

Date:

একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে ম্যাজিক ফিগারের চেয়ে মাত্র ৩টি আসন বেশি নিয়ে বিহারে(Bihar) সরকার গড়েছে এনডিএ(NDA) জোট। এবার সেই জোট সরকারের অন্দরে ঘনিয়ে এলো আশঙ্কার কালো মেঘ। বেসুরো গাইতে শুরু করেছে এনডিএ জোটের ২ শরিক হিন্দুস্থান আওয়াম মোর্চা ও বিকাশশীল ইনসান পার্টি। পরিস্থিতি যে গুরুতর তা অনুমান করে এবার ঘর বাঁচাতে এবং বিক্ষুব্ধদের মান ভাঙাতে উঠে-পড়ে লাগলো গেরুয়া শিবির।

জানা গিয়েছে, দিন কয়েক আগে বিহারের বাঁকা জেলায় এক মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর একেবারে চিনা ছকে হিন্দু-মুসলিম রাজনীতির অংক কষে বিহার বিজেপি(BJP)। বিজেপি নেতাদের বলতে শোনা যায় সন্ত্রাসবাদের ঘাঁটি হয়ে উঠেছে এই মাদ্রাসাগুলি। এরপরই বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন হিন্দুস্তান আওয়াম মোর্চার সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। শুধু তাই নয়, আরেক জোটসঙ্গী বিকাশশীল ইনসান পার্টির সুপ্রিমো মুকেশ সাহানি টুইটারে লেখেন, এনডিএ শরিকদের উচিত আজেবাজে বয়ান বাজি না করে রাজ্যের ১৯ লক্ষ বেকারের চাকরি দেওয়ার ব্যবস্থা করা। এনডিএর ২ শরিক দল এভাবে প্রকাশ্যে সরকারের বিরোধিতা করায় স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে। এদিকে এই ঘটনার পর জিতম রাম মাঝিকে ইউপিএতে যোগ দেওয়ার আবেদন জানান, আরজেডি নেতা তেজস্বী যাদব। এরপরই শুরু হয়ে গিয়েছে জল্পনা।

আরও পড়ুন:‘এই সরকার জনবিরোধী’, টিকা ও জীবনদায়ী ওষুধে জিএসটি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ ব্রাত্যর

উল্লেখ্য, ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এদিকে জোট সঙ্গী মিলিয়ে এনডিএর মোট আসন সংখ্যা ১২৩। অর্থাৎ মাত্র তিনটি আসন বেশি। হিন্দুস্তান আওয়াম মোর্চার এবং বিকাশশীল ইনসান পার্টির ৪ জন করে মোট ৮ বিধায়ক রয়েছে।‌ এই বিধায়করা যদি এনডিএ থেকে বেরিয়ে যায় তবে স্বাভাবিকভাবেই নীতীশ সরকারের পতনের সম্ভাবনা রয়েছে।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version