শুরু হচ্ছে কোপা আমেরিকা, দেখে নিন কখন কোথায় কোন দলের খেলা

রবিবার মধ‍্যরাত থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা ( Copa America )। দীর্ঘ সমস‍্যার পর অবশেষে ব্রাজিলে ( brazil) বসতে চলেছে কোপা আমেরিকা আসর। একদিকে যখন চলছে ইউরো কাপের দাপাদাপি অপর দিকে কোপা আমেরিকা নিয়ে হাজির হচ্ছে সাম্বার দেশ। একদিকে যদি থাকে রোনাল্ডো, এমবাপেরা , অপরদিকে খেলবেন নেইমার, মেসিরা। ফুটবল প্রমী মানুষদের রাত জাগাতে তৈরি বিশ্ব ফুটবল। কোপা আমেরিকার প্রথম ম‍্যাচে ব্রাজিলের মুখোমুখি ভেনেজুয়েলা।

একনজরে দেখে নিন কোপার সময় সূচি

গ্রুপ এ: ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, পেরু।

গ্রুপ বি: আর্জেন্তিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে।

গ্রুপ পর্বের খেলা

১৩ জুন

ব্রাজিল : ভেনেজুয়েলা (ব্রাজিলিয়া, রাত ২.৩০)

১৪ জুন

কলম্বিয়া : ইকুয়েডর (কুইয়াবা, ভোর ৫.৩০)

আর্জেন্তিনা : চিলি (রিয়ো ডি জেনেইরো, রাত ২.৩০)

১৫ জুন

প্যারাগুয়ে : বলিভিয়া (গোইয়ানিয়া, ভোর ৫.৩০)

১৭ জুন

কলম্বিয়া : ভেনেজুয়েলা (গোইয়ানিয়া, রাত ২.৩০)

১৮ জুন

পেরু : ব্রাজিল (রিয়ো ডি জেনেইরো, ভোর ৫.৩০)

চিলি : বলিভিয়া (কুইয়াবা, রাত ২.৩০)

১৯ জুন

আর্জেন্তিনা : উরুগুয়ে (ব্রাজিলিয়া, ভোর ৫.৩০)

২০ জুন

ভেনেজুয়েলা : ইকুয়েডর (রিয়ো ডি জেনেইরো, রাত ২.৩০)

কলম্বিয়া : পেরু (গোইয়ানিয়া, ভোর ৫.৩০)

২১ জুন

উরুগুয়ে : চিলি (কুইয়াবা, রাত ২.৩০)

২২ জুন

আর্জেন্তিনা : প্যারাগুয়ে (ব্রাজিলিয়া, ভোর ৫.৩০)

২৩ জুন

ইকুয়েডর : পেরু (গোইয়ানিয়া, রাত ২.৩০)

২৪ জুন

কলম্বিয়া : ব্রাজিল (রিয়ো ডি জেনেইরো, ভোর ৫.৩০)

বলিভিয়া : উরুগুয়ে (কুইয়াবা, রাত ২.৩০)

২৫ জুন

চিলি : প্যারাগুয়ে (ব্রাজিলিয়া, ভোর ৫.৩০)

২৭ জুন

ব্রাজিল : ইকুয়েডর (গোইয়ানিয়া, রাত ২.৩০)

ভেনেজুয়েলা : পেরু (ব্রাজিলিয়া, রাত ২.৩০)

২৯ জুন

উরুগুয়ে : প্যারাগুয়ে (রিয়ো ডি জেনেইরো, ভোর ৫.৩০)

বলিভিয়া : আর্জেন্তিনা (কুইয়াবা, ভোর ৫.৩০)

কোয়ার্টার ফাইনাল হবে ২ জুলাই এবং ৩ জুলাই এবং ৪ জুলাই

সেমিফাইনালের ম‍্যাচ  হবে ৬ জুলাই এবং ৭ জুলাই। তৃতীয় স্থানের ম্যাচ ১০ জুলাই। ফাইনাল ম‍্যাচ হবে ১১ জুলাই রিয়ো ডি জেনেইরোতে।

আরও পড়ুন:ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক খেলতে চান ইংল‍্যান্ড কোচ সাউথগেট