হলদি নদীতে ট্রলার ডুবে এক মৎস্যজীবীর মৃত্যু হল। নিখোঁজ আরও ৩ জন। জানা গিয়েছে, গতকাল নন্দীগ্রামের কেন্দামারি জলপাই গ্রাম থেকে ১৪ জন মৎস্যজীবী ট্রলারে চড়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন । রাত ১১টা নাগাদ হলদি নদীতে ডুবে যায় ট্রলারটি। কোনওরকমে ৯ জন মৎস্যজীবী সাঁতরে পাড়ে উঠে আসেন। এখনও নিখোঁজ ৩ জন। চলছে উদ্ধারকাজ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাত প্রায় এগারোটার সময়ে হঠাৎই নোঙর করার সময়ই উল্টে যায় মা করুণাময়ী নামে ওই ট্রলারটি। শেষ পাওয়া খবর অনুযায়ী কাঁথি মহকুমার মশাগাঁ এলাকার প্রদীপ মান্না নামে একজন মাঝি মারা গিয়েছেন। সকালে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত ও ডেপুটি ম্যাজিস্ট্রেট কিশোর বিশ্বাস। কোন কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তার আসল কারণ খুঁজছে পুলিশ ।
