রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে নজরদারি পাক ড্রোনের

ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র ও মাদক পাচারের পাক ষড়যন্ত্র ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। অস্ত্রোপাচারের এহেন অভিনব পরিকল্পনা হাতেনাতে ধরা পড়েছে সীমান্তবর্তী এলাকাগুলি। সেই ছকে শনিবার রাতে ফের একবার পাক ড্রোনের অনুপ্রবেশ দেখা গেল ভারতের আকাশে।

আরও পড়ুন:‘একটা ছোট্ট গ্রুপ’, কড়া সুরে জি-৭ দেশগুলিকে তোপ চিনের

জানা গিয়েছে, শনিবার রাতে পাঞ্জাবে অমৃতসরের ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় উঠছিল ড্রোনটি। ড্রোনের গতিবিধি নজরে আসতেই সতর্ক হয়ে যায় ভারতীয় বিএসএফ জওয়ানরা। তৎক্ষণাৎ ড্রোনটিকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়। বিএসএফ সতর্ক হয়ে গিয়েছে বুঝতে পেরেই ড্রোনটি সীমান্ত পেরিয়ে ফের পাকিস্তানি উড়ে যায়। বিএসএফ সূত্রে যাচ্ছে, পাকিস্তানের মাটিতে বসে দুষ্কৃতীরা ড্রোনটি অপারেটর করছিল। তবে অস্ত্র কিংবা মাদকপাচার নাকি শুধুই নজরদারির উদ্দেশে ভারত সীমান্তের ড্রোনটি প্রবেশ করেছিল সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, এর আগেও একাধিকবার পাক সীমান্ত পেরিয়ে পাঞ্জাব প্রদেশ ড্রোনের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচারের ঘটনা প্রকাশ এসেছে। শুধু তাই নয় এই ঘটনায় পাকিস্তানের সঙ্গে খালিস্তান জঙ্গিদের যোগ রয়েছে বলেও দাবি করেছে তদন্তকারী সংস্থা। তবে এদিন ফের ভারতের আকাশে পাক ড্রোনের আনাগোনায় চাঞ্চল্য বেড়েছে।