Thursday, November 13, 2025

“রত্না চট্টোপাধ্যায় ( Ratna Chatterjee) পরকীয়া সম্পর্কে লিপ্ত। রত্নার পরকীয়া সম্পর্কের জন্য শোভনের (sobhan Chatterjee) বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে।” শোভন -পত্নী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শোভনের প্রিয় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়(Baisakhi Banerjee)। কলকাতার প্রাক্তন মহানাগরিকের নিজের পরকীয়া , স্ত্রীর পরকীয়া নিয়ে ফের সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনি শুধুমাত্র রত্নাকে কলঙ্কিত করার জন্য এসব কথা বলছে না । তাঁর হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। কী সেই প্রমাণ? ফেসবুকে বৈশাখী চট্টোপাধ্যায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবির মাথায় ক্যাপশন দিয়েছেন, রত্নার প্রেমিক! সেখানে দেখা যাচ্ছে রত্না চট্টোপাধ্যায় নিজের বাড়ির দোলনায় এক ব্যক্তির সঙ্গে বসে আছেন। ছবিতে এই দুজন ছাড়া আরও কয়েকজনের ছবি আছে। এই ছবিগুলিকে সামনে রেখেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দাবি, রত্না শোভনের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুটিয়ে পরকীয়া চালাচ্ছেন। থেমে নেই শোভন বাবুও। স্ত্রী রত্নার নামে তিনিও কুকথা বলতে ছাড়েননি। শোভন বলেছেন, “আমি যখন বাড়িতে ছিলাম তখন এই ধরনের কেউ আমার বাড়িতে প্রবেশ করতে পারত না। আর এখন আমার বাড়িতে এসব কী ঘটছে? হু আর দে? আমার বাড়িতে এসব ঘটছে কেন ? এই ছবিগুলি বেহালা থেকেই আমার হাতে এসেছে। আমার বাড়ির পবিত্রতা নষ্ট করছে।” শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ স্ত্রী রত্নার ব্যভিচারী আচরণের জন্য তার ডিভোর্সের পথ বেছে নেওয়া। প্রাক্তন মহানাগরিক বলেছেন, “চার বছর আগে যে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম তা একেবারেই সঠিক ছিল । আমি তো বাচ্চা নই । রত্নার সঙ্গে অন্য যুবকের সম্পর্কের কথা জানতে পেরেই আমি বিবাহবিচ্ছেদ চেয়েছিলাম।”

যদিও এই গোটা বিষয়টি নিয়ে রত্না চট্টোপাধ্যায় এখনো মুখ খোলেননি।

 

Related articles

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...
Exit mobile version