ফ্রেঞ্চ ওপেনে( french open) মেয়েদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন বারবরা ক্রেজসিকভা( Barbora Krejcikova)। এদিন ফাইনালে তিনি হারালেন অ্যানাস্তাসিয়া পাভলেয়োচেনকোভাকে( Anastasia Pavlyuchenkova) । ম্যাচের ফলাফল ৬-১, ২-৬, ৬-৪। চেক প্রজাতন্ত্রের তৃতীয় টেনিস তারকা হিসেবে এই কীর্তি গড়লেন বারবরা ক্রেজসিকভা।

এদিন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়ে ক্রেজসিকভা বলেন, “আমাকে যাঁরা সমর্থন করতে এসেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। অসাধারণ পরিবেশ। এই পরিবেশ উপভোগ করতে পেরে আমি আনন্দিত। আমার দলের সকলকে এবং অবশ্যই যারা দেশে রয়েছে, সকলকে ধন্যবাদ। কী বলব বুঝতে পারছি না। বিশ্বাস করতে পারছি না যে আমি গ্র্যান্ড স্ল্যাম জিতেছি।”
