কাঁকুড়গাছি মিলন-মেলা সমিতির উদ্যোগে প্রায় ৪০০ মানুষকে রেশন বিলি

রেশন বিলিতে উপস্থিত শ্রেয়া পান্ডে

কাঁকুড়গাছি মিলন-মেলা সমিতির উদ্যোগে সাড়ে ৩০০ থেকে ৪০০ মানুষকে রেশন বিতরণ করা হল। স্বপ্নার বাগান স্পোটিং ক্লাবের প্রবীণ সদস্যরা একটি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন দিয়েছে। যাতে তা মানবসেবায় ব্যবহার করা যায়। কাঁকুড়গাছির মলন মেলা সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট অরুণ কান্তি সেনগুপ্তর স্মৃতির উদ্দেশ্যে তাঁর স্ত্রী কৃষ্ণা সেনগুপ্ত একটি হুইল চেয়ার এক দুঃস্থকে প্রদান করেছেন। উপস্থিত ছিলেন সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে, কাঁকুরগাছি মিলন মেলা সমিতির সম্পাদক শুভেন্দু দে, বিশিষ্ট সমাজ সেবক অনিন্দ্য সেনগুপ্ত সহ প্রমুখ।

মডেল, অভিনেত্রী তথা সমাজসেবী শ্রেয়া বলছেন, ‘এখানে আমরা প্রতিদিনই কিছু না কিছু করছি। যা মানুষের করা উচিত তাই করছি। এই পরিস্থিতিতে একজন আরেকজনের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। শুধু আমি একা এই কাজ করছি না। এটা টিম ওয়ার্ক।”

আরও পড়ুন-মহামারির আবহে মার্লিনের নজরকাড়া অভিনব উদ্যোগ ‘মার্লিন ফুটবল ম্যানিয়া ২০২১’

৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা গুহ বলেন,”অতিমারি পরিস্থিতিতে আমরা দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। শুধু মানুষের পাশে নয়, পশুদেরও খাবার দেওয়া হয়েছে।”

Previous articleফ্রেঞ্চ ওপেন চ‍্যাম্পিয়ন হলেন বারবরা ক্রেজসিকভা
Next articleবড় পর্দায় মুক্তি পেল সলমনের রাধে ‘, প্রথম দিনের দর্শকসংখ্যা ৮৪ !