Saturday, August 23, 2025

ব্রাজিল ৩

ভেনেজুয়ালা ০

নিজে গোল করলেন এবং সতীর্থকে দিয়ে গোল করালেন । ফের স্বমহিমায় নেইমার দা সিলভা (Neymar da Silva Santos Junior) ৷ যার নিট ফল, ৩-০ ব্যবধানে জয় পেল ব্রাজিল (Brazil) ৷ কোপার প্রথম ম্যাচে করোনা বিধ্বস্ত ভেনেজুয়ালাকে (Venezuela) উড়িয়ে দিল সাম্বা ব্রিগেড ৷ রবিবার রীতিমতো দাপট দেখিয়ে কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচে জয় পেল হলুদ জার্সিধারীরা ৷ ২৩ মিনিটে নেইমারের নিখুঁত কর্নার থেকে গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার মারকুউনোজ ৷ এরপরও প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা ৷ রিচার্লিসন ভেনেজুয়ালার গোলকিপারকে পরাস্ত করলেও অফসাইডের ফাঁদে পড়েন ৷ অন্যদিকে, গোলের সুযোগ হাতছাড়া করেন নেইমার ৷

দ্বিতীয়ার্ধের শুরুতেও একবার গোল করার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন নেইমার দা সিলভা ৷ তবে শেষপর্যন্ত এবারের কোপায় নেইমেরার বৈধ গোল জাল ছোঁয় যখন 61 মিনিটে ভেনেজুয়েলা বক্সে ড্যানিলোকে ঠেলে ফেলে দেন কুমনা ৷ পেনাল্টি পায় ব্রাজিল ৷ ঠান্ডা মাথায় আন্তর্জাতিক ম্যাচের ৬৫ তম গোলটি করে ফেলেন নেইমার ৷ ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটি পোতেন গ্যাব্রিয়েল ৷ এবারও নেইমারের বাড়ানো বলে পা ছোঁয়ানো ছাড়া উপায় ছিল না গ্যাব্রিয়েলের ৷

রবিবারের ম্যাচের আগে ভেনেজুয়েলা স্কোয়াডের কোচিং স্টাফ ও খেলোয়াড় মিলিয়ে মোট ১২ জন করোনা আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে যান ৷ ব্রাজিল সেই সুযোগের সদ্ব্যবহার করল ৷ এদিন ব্রাজিলের বল পজিশন ছিল ৬২ শতাংশ, ভেনেজুয়েলার পজিশন সেখানে ৩৮ শতাংশ ৷ ভেনেজুয়ালার গোলে ব্রাজিলের খেলোয়াড়রা ১৮ টি শট নেয়, সেখানে ভেনেজুয়েলা শট নিতে পেরেছে মাত্র ৩টি ৷

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version