Sunday, August 24, 2025

এবার কালিয়াগঞ্জের BJP বিধায়ক সৌমেন রায়ও যোগ দেবেন তৃণমূলে। জল্পনা সর্বত্র। বেশ কয়েকদিন ধরে নিজের বিধানসভা কেন্দ্রে দেখা মিলছে না বিজেপি বিধায়কের। দলীয় বৈঠকেও থাকছেন না তিনি। এরই মধ্যে রবিবার সন্ধেয় জেলা বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান কালিয়াগঞ্জের বিধায়ক। তার পরই দল ছাড়ার জল্পনা আরও প্রকট হয়।

কিন্তু এই মুহূর্তে সৌমেন কোথায় রয়েছেন? রায়গঞ্জের বিধায়ক জানিয়েছেন, ফালাকাটায় নিজের বাড়িতে রয়েছেন তিনি। কিন্তু সূত্রের খবর, ফালকাটা নয়, কলকাতায় রয়েছেন বিজেপি বিধায়ক। তবে কি মুকুলের পথেই তাঁর অনুগামী সৌমেন? অন্যদিকে বিজেপির জেলা সভাপিত বাসুদেব সরকার জানিয়েছেন, সৌমেনের বাবা অথবা মা অসুস্থ। তাই তিনি ফালাকাটা গিয়েছেন বলে শুনেছি। তবে গ্রুপ ছাড়ার কথা জানি না।

আরও পড়ুন-করোনা বিপর্যয়ের মধ্যেই দাম বাড়ছে জ্বালানির, পেট্রোলের দাম পেরলো ৯৬ টাকা

সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, “বিজেপি-র টিকিটে জেতা অনেক বিধায়কই তৃণমূলে আসতে চাইছেন। তাঁরা যোগাযোগও রাখছেন।” সৌমেন জানিয়েছেন, তিনি ফালকাটায় রয়েছেন। তাঁর বাবা অসুস্থ। আগামী ১৫ তারিখ নাগাদ কালিয়াগঞ্জে ফিরবেন। তিনি এও জানান, তাঁর অজান্তেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version