Wednesday, August 27, 2025

কলকাতা থেকে আরএমডি সরানোর চক্রান্ত করছে কেন্দ্র: বিরোধিতায় সরব ঋতব্রত

Date:

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ‘র মেটেরিয়াল ডিভিশন’কে কলকাতা থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে রাজ্যের তিনটি ভারী শিল্প কারখানা। সোমবার, সাংবাদিক বৈঠকে এই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Benarjee)। তিনি বলেন, রাজ্যে ইস্পাত শিল্পে কাঁচামালের প্রয়োজনের জন্যেই এই আরএমডি (Rmd) স্থাপন করা হয়েছিল। এই ইউনিট থেকে কোটি কোটি টাকা মুনাফা করেছে সেইল। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে এই ইউনিটঠিকে কলকাতা থেকে বোকারো বা রাউরকেল্লা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতায় আরএমডির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন আইএনটিটিইউসি (Inttuc) সদস্যরা।

 

ঋতব্রত বলেন, এই অফিসে দেড়শো জন আধিকারিক এবং 80 জনের উপর কর্মী রয়েছেন। রয়েছেন বহু ঠিকা শ্রমিক। এই ইউনিট অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেলে তাঁদের কাজ হারানোর ভয় রয়েছে। একইসঙ্গে রাজ্যে দুর্গাপুর, আসানসোল, বার্নপুরে যেসব কারখানা রয়েছে তারাও কাঁচামালের অভাবে পড়বে। বাজার থেকে বেশি দামে যদি কাঁচামাল তাদের কিনতে হয়, তাহলে মুখ থুবড়ে পড়বে কারখানাগুলি। এই পরিস্থিতিতে শ্রমিকরাও অনিশ্চয়তার মধ্যে পড়বেন। কেন্দ্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন ঋতব্রত। তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তাঁরা আবেদন করবেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version