Wednesday, November 12, 2025

রাজ্যে হিংসা নিয়ে হাস্যকর অপপ্রচার চালাচ্ছেন ধনকড়: তীব্র কটাক্ষ সুখেন্দুশেখরের

Date:

যেদিন থেকে রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে এসেছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar), তবে থেকেই রাজ্যে হিংসা বাড়ছে বলে অপপ্রচার চালাচ্ছেন। তিনি যেভাবে রাজ্যে হিংসা বৃদ্ধির কথা বলতে শুরু করেছেন, তাতে মনে হচ্ছে বাংলায় আরব-ইজরায়েলের যুদ্ধের থেকেও মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। এই মন্তব্য হাস্যকর। সোমবার, সাংবাদিক বৈঠকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)।

তিনি বলেন, সব কিছুতেই বিজেপির পক্ষ নিয়ে রাজ্যের বিরোধিতা করেন রাজ্যপাল। রাজ্যে দলত্যাগ বিরোধী আইন নিয়ে সাম্প্রতিক মন্তব্য করেছেন জগদীপ ধনকড়। সেই প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় বলেন, আইন বলবৎ হবে কি না সেটা রাজ্যপালের এক্তিয়ার ভুক্ত নয়। এটা বলে তিনি শুধু বিজেপিতে (Bjp) যাওয়া দলবদলুদের নিরস্ত্র করার চেষ্টা করছেন।

 

তৃণমূলে (Tmc) যাঁরা ফিরতে চাইছেন তাঁদের নিয়ে কী সিদ্ধান্ত নেবে দল? এ বিষয়ে প্রশ্ন করা হলে সুখেন্দুশেখর জানান, ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এ বিষয়ে জানিয়ে দিয়েছেন। তাঁদের ফেরানো হবে কি না সেই সিদ্ধান্ত আগামীর গর্ভে রয়েছে। যথা সময়ে সেটা জানিয়ে দেওয়া হবে।

এদিন সাংবাদিক বৈঠক থেকে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, উপমহাদেশের অন্যান্য রাষ্ট্রগুলি তুলনায় আমাদের দেশে পেট্রোপণ্যের দাম অনেক বেশি। আন্তর্জাতিক বাজারে যখন দাম কমেছে, তখনও পেট্রোপণ্যের উপর অতিরিক্ত কর বসিয়ে দেশের মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে অন্যান্য পণ্যে। ফলে দেশে তীব্র মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতি দায়ী বলে অভিযোগ করেন সুখেন্দুশেখর রায়।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version