Thursday, August 21, 2025

শীতলকুচিকাণ্ড : কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব CID-র

Date:

শীতলকুচিকাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব করল CID। এর আগে শীতলকুচিতে গুলি চলার ঘটনায় মাথাভাঙা থানার কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি-র আধিকারিকরা। এবার তলব করা হল দেবাশিস ধরকে।

১৮ জুন, শুক্রবার সকাল সাড়ে ১১টায় তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, প্রাক্তন পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হবে, কার নির্দেশে গুলি চলে ওই বুথে? গুলি চালানোর সময় তিনি কোথায় ছিলেন? গুলি চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানতেন কিনা? এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে বলে সিআইডি সূত্রে খবর।

বিগত কয়েক দিন ধরেই সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে। মাথাভাঙা থানার পুলিশ কর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কথা বলা হয়েছে অন্যান্য পুলিশকর্মী এবং এলাকার মানুষের সঙ্গে। এই ঘটনায় অভিযোগ ওঠে কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে। একাধিকবার ৬ জওয়ানকে তলব করা হয়েছিল ভবানী ভবনে।

আরও পড়ুন-‘দুঃখিত’ বিকাশ, সাঁইবাড়ি-পোস্ট নিয়ে আলিমুদ্দিনের বক্তব্য জানতে চায় কংগ্রেস

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোর পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। শীতলকুচিতে গুলি চলার ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে গণহত্যা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version