Sunday, August 24, 2025

রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হতে চলেছে, ‘বাংলার মেয়ে’কে চাইছেন কেন্দ্রের নেতারা

Date:

বিজেপির রাজ্য সভাপতি পদে আসতে চলেছে নতুন মুখ? শুধু নতুন মুখই নয় সূত্রের খবর, রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীর হাতে দেওয়ার ভাবনাচিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা। চলতি বছরের ডিসেম্বরে রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হতে চলেছে।

বিজেপির গঠনতন্ত্রে উল্লেখ আছে, পরপর দু’বার কিংবা সর্বোচ্চ ৬ বছর সভাপতির পদে থাকা যায়। দিলীপ রাজ্য সভাপতির পদে বসেছিলেন ২০১৫-র ডিসেম্বর মাসে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক রদবদল না করার ফলে মেয়াদ বৃদ্ধি হয় রাজ্য সভাপতির। এরপর ২০২০ সালের জানুয়ারি মাসে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন দিলীপ ঘোষই। সেই হিসেবে দিলীপ ঘোষের থাকার কথা ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত। কিন্তু সর্বোচ্চ ৬ বছর সভাপতির পদে থাকা যায়। তাই চলতি বছর ডিসেম্বরে তাঁর পদের মেয়াদ শেষ। ফলে বিজপির রাজ্য সভাপতি পদে নতুন মুখ আসতে চলেছে।

বঙ্গ-বিজেপি সূত্রে খবর, রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীর হাতে দেওয়ার ভাবনাচিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা। বিজেপ সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব জানাচ্ছে, ‘বাংলার মেয়ে’র বিরুদ্ধে ‘বাংলার মেয়ে’কেই নামানোর কথা।

আরও পড়ুন-এবার শুভেন্দুর বিরুদ্ধে সরব ‘বেসুরো’ সুনীল, বললেন, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মানেননি

জানা যাচ্ছে, রাজ্য বিজেপি সভাপতির পদের জন্য বাংলা থেকে দু’জনের নাম উঠে আসছে। প্রথম, দেবশ্রী চৌধুরী দ্বিতীয়, লকেট চট্টোপাধ্যায়। যদিও বঙ্গের বিজেপির নেতারাও এনিয়ে মুখ খুলতে রাজি নয়।

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version