Thursday, November 6, 2025

এবার শুভেন্দুর বিরুদ্ধে সরব ‘বেসুরো’ সুনীল, বললেন, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মানেননি

Date:

রাজ্য রাজনীতিতে কয়েক দিন ধরে জোর জল্পনা চলছে সুনীল মণ্ডলের ফের দলবদল নিয়ে। এরই মধ্যে সুনীল সরব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সুনীলের অভিযোগ, শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এক অক্ষরও মানেননি। তাঁর কথায়, ‘শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক অক্ষরও মানেননি। শুভেন্দুকে নিয়ে একটা কথাও বলতে চাই না।’ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল মণ্ডল।

এরপর সুনীল মণ্ডল বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেছেন, “বাইরে থেকে যাঁরা এসেছিলেন তাঁদের ভাষাগত সমস্যা ছিল। বাইরে থেকে দু-চারদিন এসে ভেবেছিল বাংলার মন জয় করবে।” পাশাপাশি মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে সরব সুনীল মণ্ডল। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ বর্ধমান পূর্বের সাংসদের। তিনি বলেছেন, ‘যাঁরা তৃণমূল থেকে এসেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু সেরকম ভাবে পাচ্ছি না।’

আরও পড়ুন-আইন-শৃঙ্খলা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, পাল্টা তোপ কুণালের

সুনীল আরও বলেছে, “নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। এই সরকারের বিরুদ্ধে অনেকেই রাষ্ট্রপতি শাসন থেকে শুরু করে অনেক রকম ভাবেই সোচ্চার হচ্ছে। আমার মতে এই সরকারকে চলতে দেওয়া উচিত।”পাশাপাশি সুনীল প্রশ্ন করেছেন কেন বিজেপি জিতল না? তাঁর কথায়,”কেন ওরা (তৃণমূল কংগ্রেস) জিতল সেটা দেখার আগে দলের আত্মসমালোচনা করতে হবে। কেন আমরা হেরেছি।” এর উত্তর নিজেই দিলেন সুনীল। বললেন, “দলের দুর্বলতা তাই হেরেছি। সাংগঠনিক দুর্বলতা। বিজেপির সাংগঠনিক চরিত্র বলে কিছু নেই।”

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version