Monday, November 3, 2025

হাত বাড়ালেই বন্ধু! ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে “মমতাপন্থী অধ্যাপক সমাজ”

Date:

একদিকে করোনা মহামারিতে সরকারি বিধি-নিষেধ, অন্যদিকে ইয়াস পরবর্তী সময়ে গৃহহীন অসহায় মানুষের দুর্দশা। সব মিলিয়ে এক নিদারুণ কঠিন পরিস্থিতির মধ্যে রাজ্যের গরিব-অসহায় মানুষ। রাজ্য সরকার পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, একইসঙ্গে অনেক অরাজনৈতিক সামাজিক সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

সেভাবেই তৃণমূল মনোভাবাপন্ন “মমতাপন্থী অধ্যাপক সমাজ” নামক রাজ্যের কলেজ অধ্যাপক-অধ্যাপিকাদের সংগঠনের আয়োজনে ঝড় বিধ্বস্ত বানভাসি সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে অধ্যাপকরা। সুন্দরবনের পাখিরালয় , বিধবাপাড়া গ্রামে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হলো।

উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। সেই ঐতিহাসিক বিধবাপাড়া, যেখানে কথিত আছে আমরা জানি যে সেই এলাকার একাধিক পুরুষ জীবিকার তাড়নায় সুন্দরবনের মধু ও মাছ ধরতে গিয়ে বাঘের শিকার হয়েছেন। জলপথে অনেকটাই দুর্গম হওয়ায় সেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পৌঁছানো দুঃসাধ্য। সেখানে পৌঁছানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন মমতাপন্থী অধ্যাপক সমাজের অধ্যাপকরা ।

দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো চাল-ডাল, স্যানিটারি ন্যাপকিন, সাবান, টুথপেস্ট, গামছা, রান্নার মসলা, চিড়ে ,চিনি ,সরিষার তেল, সয়াবিন ,মুড়ি ,লবণ ও ৫ লিটার বিশুদ্ধ পানীয় জলের জার।

এই মহৎ উদ্যোগের প্রধান উদ্যোক্তা সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মণিশংকর মন্ডল। আগামী সপ্তাহে মমতাপন্থী অধ্যাপক সমাজ আবারও পৌঁছাবে পূর্ব মেদিনীপুরের তাজপুর ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে প্রয়োজনীয় উপকরণ নিয়ে।

আরও পড়ুন- করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর নোভাভ্যাক্স, দাবি সংস্থার

 

Related articles

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...
Exit mobile version