Monday, November 3, 2025

বাংলায় শুরু হয়েছে বর্ষা। বর্ষা মানেই তো পাতে ইলিশ থাকা চাই। তার ওপর আবার বুধবার জামাইষষ্ঠী। ফলে বাড়ছে ইলিশের চাহিদা। চাহিদা অনুযায়ী বাজারে ইলিশের আমদানি কম। কারণটা হল, ঘূর্ণিঝড় ইয়াসের ফলে দীঘা থেকে যে পরিমাণে ইলিশ আসার কথা তা আসেনি। তার ওপর আবার বাংলাদেশ থেকে ইলিশের আমদানিও বন্ধ। এই পরিস্থিতিতে রাজ্যে ইলিশের চাহিদা মেটাতে এবার মায়ানমার থেকে ইলিশ আনা হচ্ছে হাওড়ার পাইকারি বাজারে। এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা। এই ইলিশই চড়া দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

হাওড়া ফিশ মার্কেট সূত্রে খবর, মায়ানমার থেকে প্রায় ১৫০ মেট্রিক টন ইলিশ মাছ আনা হয়েছে। কলকাতার সব বড় বড় বাজারে এই মাছ বিক্রি করা হবে। মৎস্য ব্যবসায়ীদের বক্তব্য, মায়ানমারে ইরাবতী নদী ও বাংলাদেশে পদ্মা নদীর ইলিশের মধ্যে তেমন কোনও ফারাক নেই। তবে, পদ্মার মতো টাটকা ইলিশ নয়। কারণ মায়ানমার থেকে ইলিশ মাছ জাহাজে করে নিয়ে আসা হয়। ফলে সাধারণত এটা বরফের হয়। জানা যাচ্ছে, এই ইলিশ মাছের দাম চড়া হবে। খুচরো বাজারে ১২০০ থেকে ১৩০০ টাকা বা তার থেকে কিছুটা বেশি দামে বিক্রি হবে।

আগামীকাল অর্থাৎ বুধবার জামাইষষ্ঠী। এই উপলক্ষে বাজারে ইলিশের চাহিদা যে তুঙ্গে থাকবে, সেটাই স্বাভাবিক। তবে মায়ানমারের ইলিশ দিয়ে কিছুটা হলেও যাতে জোগানে সামাল দেওয়া যায়, সেই উদ্যোগই নিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন- হাত বাড়ালেই বন্ধু! ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে “মমতাপন্থী অধ্যাপক সমাজ”

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version