কথা রাখলেন সায়ন্তিকা, বাঁকুড়ায় চালু করলেন কোভিড কেয়ার ইউনিট

একুশের নির্বাচনে হেরে গিয়েও কথা রেখেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বারবার ‘পাশে আছি বাঁকুড়া’ বার্তা দিয়ে চলেছেন। করোনা থেকে ইয়াস, ভোলেননি নিজের কেন্দ্রের মানুষদের।

এর আগে ‘দুয়ারে অক্সিজেন’, ‘দুয়ারে খাবার’ ও করোনা আক্রান্তদের জন্য সেফ হোমের ব্যবস্থা করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার বাঁকুড়ার মানুষদের জন্য নিয়ে এলেন ‘কোভিড কেয়ার ইউনিট’। লিভার ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁকুড়া শহরের আইলাকান্দি পিটিটিআই কলেজে ২৫ বেডের একটি ‘কোভিড কেয়ার ইউনিট’ চালু করলেন তিনি। উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী রুদ্রনাথ মহারাজ। উপস্থিত ছিলেন সায়ন্তিকা, জেলাশাসক কে রাধিকা আইয়ার, পুলিশ সুপার ধৃতিমান সরকার। এখানে ২৫টি বেডের সব ক’টিতেই অক্সিজেন সাপোর্ট রয়েছে। থাকছে চার চিকিৎসক ও ছয় নার্স। মৃদু উপসর্গ থাকা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। যেভাবে তিনি বাঁকুড়ার মানুষের পাশে থেকে কাজ করছেন, তাতে এলাকাবাসী খুব খুশি বলেই জানিয়েছেন সায়ন্তিকা।

আরও পড়ুন- এবার সভাপতির পদ থেকেও অপসারিত চিরাগ, এলজেপির রাশ কাকা পশুপতির হাতে