কলকাতায় শুরু হতে চলেছে শিশুদের উপর কোভিড টিকার ট্রায়াল

করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সবরকমভাবে প্রস্ততি নিচ্ছে দেশ। শিশুদের জন্য কোভিড বেড, আইসোলেশনের ব্যবস্থার পাশাপাশি এবার কলকাতায় শুরু হতে চলেছে কোভিড টিকার ট্রায়ালও। ১২ থেকে ১৮ বছর বয়সিদের এই টিকার ট্রায়াল হবে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে। কলকাতা ছাড়াও জাইডাস ক্যাডিলার তৈরি কোভিড টিকা, ‘জাইকোভ-ডি’ -র ট্রায়াল চলবে দেশের অনান্য শহরে।

হাসপাতাল সূত্রের খবর, ইতিমধ্যেই সবরকমভাবে প্রস্তুত তারা। স্বেচ্ছাসেবক পাওয়া গেলেই দ্রুত শুরু করা হবে ট্রায়াল। কলকাতায় মোট ১০০ জন বাচ্চার উপর এই ট্রায়াল করা হবে। তবে তাঁদের বয়স ১২-১৮ বছরের মধ্যে হতে হবে। অভিভাবকদের অনুমতি থাকলেই এই ট্রায়ালে অংশ নেওয়া যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

‘জাইকোভ-ডি’ হল ‘প্লাজমিড ডিএনএ’ টিকা। অনুমোদিত হলে ১২ বছর বা তার বেশি বয়সের শিশুদের জন্য এটি ভারতের প্রথম টিকা হতে পারে। এর আগেও এই বয়সিদের উপর ট্রায়াল চালিয়েছে টিকা প্রস্তুতকারক এই সংস্থা। তাদের দাবি, পরীক্ষামূলক প্রয়োগে তাদের তৈরি টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়েনি। তা ছাড়াও এক্ষেত্রে সূচ ফোটানোরও কোনও প্রয়োজন পড়বে না।