Monday, November 10, 2025

ক্ষুব্ধ পাইলট, পরিস্থিতি টালমাটাল বুঝে নিভৃতবাসে গেলেন গেহলট

Date:

বছর পার হলেও দাবি পূরণ হয়নি, সম্প্রতি এমনই অভিযোগ তুলে ফের রাজস্থানে(Rajasthan) কংগ্রেস(Congress) নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন শচিন পাইলট(Sachin pilot)। পরিস্থিতি সামাল দিতে কংগ্রেসের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই রাজস্থান মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে শচিনের অনুগামীদের। দিল্লি কংগ্রেসের তরফে এই নির্দেশ আসার পর এবার নিভৃত বাসায় চলে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gahlot)। মুখ্যমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁর সঙ্গে কেউ দেখা করতে পারবে না। চিকিৎসকদের নির্দেশ এমনটাই। এই পরিস্থিতিতে আগামী দু মাস মন্ত্রিসভায় কোন রদবদল হবে না এমনটাই জানিয়ে দিয়েছে গেহলট শিবির।

উল্লেখ্য, বছরখানেক আগে একরাশ দাবিতে কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন শচিন পাইলট। দাবি পূরণের আশ্বাস দিয়ে তৎকালীন সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব শচিনকে থামালেও এখনো পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি এমনটাই অভিযোগ। গত এক বছর ধরে শচিনের দাবি ধামাচাপা দিয়ে রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুধু তাই নয় আরও অভিযোগ এই এক বছরে গে হল শুধুমাত্র শচীনের মন্ত্রিসভায় ফেরা আটকে রেখেছেন তাই নয়, তার শিবিরের বিধায়কদের নিজের কাছে টেনে এনেছেন এমন প্রমাণও মিলেছে।

আরও পড়ুন: তবে কি শোভন -বৈশাখী নতুন সম্পর্কে জড়াতে চলেছেন? বৈশাখীর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

একটা সময় শচিন শিবিরের কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ভাওয়ার লাল শর্মা শচিন ও তার দলবলকে উচ্চাকাঙ্ক্ষা দমন করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি গেহলটের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি সচিন পাইলটের উপরে। তিনি সকলের নেতা। সচিন পাইলটেরও নেতা। মুখ্যমন্ত্রী হতে তো আমিও চেয়েছিলাম, কিন্তু সময় সময় উচ্চাকাঙ্ক্ষা ধামাচাপা দিতে হয়।’ অন্যদিকে, শিবিরের নেতা লোকেশ গুজ্জরের বক্তব্য, মানুষের কাছে সচিনই আসল ‘হিরো’। এমনই টালমাটাল পরিস্থিতিতে রাজস্থান কংগ্রেসের অন্দরে প্রকট হচ্ছে বিদ্রোহের আগুন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version