Thursday, August 21, 2025

বুধবার বৈঠকে শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের সমস্যা দ্রুত মেটানোর নির্দেশ দিল এফএসডিএল

Date:

বুধবার এফএসডিএলের ( Fsdl)বৈঠকে অবশেষে যোগ দিল এসসি ইস্টবেঙ্গল( SC Eastbengal)। পরবর্তী মুরশুমের আইএসএলের ( isl)পরিকল্পনা জন‍্যই বুধবার এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখান আইএসএলের সব দলের পক্ষ থেকে প্রতিনিধিরা যোগ দিলেও, এসসি ইস্টবেঙ্গলের কোন প্রতিনিধির এই বৈঠকে যোগ না দেওয়ারই কথা ছিল। কিন্তু এফএসডিএলের এক প্রবীণ কর্তার অনুরোধে শেষমেশ এই বৈঠকে যোগ দেয় এসসি ইস্টবেঙ্গল। এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই বৈঠকে যোগ দেন শ্রী সিমেন্ট কর্তা শিবাজি সমাদ্দার ।

সূত্রের খবর এই বৈঠকে এসসি ইস্টবেঙ্গলকে দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। না হলে ইস্টবেঙ্গলকে বাদ দিয়েই ২০২১-২২ মরশুমে দশ দলের আইএসএলের আয়োজন করা হবে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে এই বৈঠকে এটাও স্পষ্ট করে দেওয়া হয়, ইস্টবেঙ্গলকে খেলতে হলে শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেই খেলতে হবে। নতুন বিনিয়োগকারীকে আনলে আইএসএলএ যোগ দিতে পারবে না  ইস্টবেঙ্গল। এদিনের বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল আগামী মরশুমে আইএসএলের রূপরেখা ঠিক কী হবে, তা নিয়েই আইএসএল এর ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল এফএসডিএল।

এদিন এখন বিশ্ববাংলা সংবাদকে এই নিয়ে শ্রী সিমেন্ট কর্তা  শিবাজি সমাদ্দার বলেন,” এফএসডিএলের এক কর্তার অনুরোধে আমরা আজ সভায় যোগ দিয়েছিলাম। আগামী মুরশুমে আইএসএলের কী পরিকল্পনা রয়েছে সেটা আমাদের জানান হয়। তবে আমাদের অবস্থান বদলাচ্ছে না। হরিমোহন বাঙ্গুর যা বলেছেন, আমরা সেই জায়গাতেই রয়েছি। মূল চুক্তিপত্রে সই না হলে আমরা আর এগোবো না। চূক্তিপত্রে সই হলেই আগামী মরশুম নিয়ে কাজ শুরু হবে।”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলকে এগিয়ে রাখলেন রস টেলর

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version