Sunday, August 24, 2025

বুধবার বৈঠকে শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের সমস্যা দ্রুত মেটানোর নির্দেশ দিল এফএসডিএল

Date:

বুধবার এফএসডিএলের ( Fsdl)বৈঠকে অবশেষে যোগ দিল এসসি ইস্টবেঙ্গল( SC Eastbengal)। পরবর্তী মুরশুমের আইএসএলের ( isl)পরিকল্পনা জন‍্যই বুধবার এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখান আইএসএলের সব দলের পক্ষ থেকে প্রতিনিধিরা যোগ দিলেও, এসসি ইস্টবেঙ্গলের কোন প্রতিনিধির এই বৈঠকে যোগ না দেওয়ারই কথা ছিল। কিন্তু এফএসডিএলের এক প্রবীণ কর্তার অনুরোধে শেষমেশ এই বৈঠকে যোগ দেয় এসসি ইস্টবেঙ্গল। এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই বৈঠকে যোগ দেন শ্রী সিমেন্ট কর্তা শিবাজি সমাদ্দার ।

সূত্রের খবর এই বৈঠকে এসসি ইস্টবেঙ্গলকে দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। না হলে ইস্টবেঙ্গলকে বাদ দিয়েই ২০২১-২২ মরশুমে দশ দলের আইএসএলের আয়োজন করা হবে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে এই বৈঠকে এটাও স্পষ্ট করে দেওয়া হয়, ইস্টবেঙ্গলকে খেলতে হলে শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেই খেলতে হবে। নতুন বিনিয়োগকারীকে আনলে আইএসএলএ যোগ দিতে পারবে না  ইস্টবেঙ্গল। এদিনের বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল আগামী মরশুমে আইএসএলের রূপরেখা ঠিক কী হবে, তা নিয়েই আইএসএল এর ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল এফএসডিএল।

এদিন এখন বিশ্ববাংলা সংবাদকে এই নিয়ে শ্রী সিমেন্ট কর্তা  শিবাজি সমাদ্দার বলেন,” এফএসডিএলের এক কর্তার অনুরোধে আমরা আজ সভায় যোগ দিয়েছিলাম। আগামী মুরশুমে আইএসএলের কী পরিকল্পনা রয়েছে সেটা আমাদের জানান হয়। তবে আমাদের অবস্থান বদলাচ্ছে না। হরিমোহন বাঙ্গুর যা বলেছেন, আমরা সেই জায়গাতেই রয়েছি। মূল চুক্তিপত্রে সই না হলে আমরা আর এগোবো না। চূক্তিপত্রে সই হলেই আগামী মরশুম নিয়ে কাজ শুরু হবে।”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলকে এগিয়ে রাখলেন রস টেলর

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version