Saturday, November 8, 2025

‘গদ্দার’! সুনীল মণ্ডলের বিরুদ্ধে এবার পোস্টার জামালপুরে

Date:

এবার ‘বেসুরো’ সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের জামালপুরে। ‘গদ্দার’ ও ‘বেইমান’ অ্যাখ্যা দিয়ে সুনীল মণ্ডলকে দলে না নেওয়া আর্জি জানিয়ে পোস্টার তৃণমূল কর্মীদের।

ভোটের আগে মেদিনীপুরের অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন বর্ধমান পূর্বের তত্‍কালীন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। পূর্ব বর্ধমানের সেই সাংসদ সুনীল মণ্ডলই মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ গুরুতর অভিযোগ তোলেন। সুনীলের অভিযোগ, শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এক অক্ষরও মানেননি।

শুভেন্দুর বিরুদ্ধে বলার পাশাপাশি বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন সুনীল। তিনি বলেছেন, “বাইরে থেকে যাঁরা এসেছিলেন তাঁদের ভাষাগত সমস্যা ছিল। বাইরে থেকে দু-চারদিন এসে ভেবেছিল বাংলার মন জয় করবে।” পাশাপাশি মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে সরব সুনীল মণ্ডল। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ বর্ধমান পূর্বের সাংসদের। তিনি বলেন, ‘যাঁরা তৃণমূল থেকে এসেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু সেরকম ভাবে পাচ্ছি না।’

এরপর বুধবার সকালে নুড়ি মোড়, আমতা মোড়-সহ জামালপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল সুনীল মণ্ডলের বিরুদ্ধে একাধিক পোস্টার। পোস্টারে লেখা, ‘পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল কুমার মণ্ডল ভোটের আগে জৌগ্রাম এসে তৃণমূল নেত্রীকে কুশ্রী ভাষায় আক্রমণ ও তৃণমূল দলকে চোরেদের দল বলে আখ্যা দিয়েছিলেন। সেই বেইমান সাংসদ এখন ভোল পাল্টে তৃণমূলের ফিরতে চাইছেন। সাধারণ তৃণমূল কর্মীদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ ওই বেহায়া গদ্দার সাংসদকে দলে ফেরাবেন না’।

আরও পড়ুন- রাজ্যপালের আচরণ বিজেপি নেতার মত, এবার কড়া সমালোচনায় বিমানও

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version