Monday, August 25, 2025

শুরু হয়েই বন্ধ শুটিং, বিহিত চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আর্টিস্ট ফোরাম

Date:

ফেডারশনের সঙ্গে আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড ও চ্যানেলের তরজা অব্যহত। যার নিট ফল, করোনার নিয়মবিধি মেনে রাজ্য নির্দেশ অনুযায়ী স্টুডিও পাড়ায় শুটিং শুরুর প্রথম দিনেই ফের বন্ধ হয়ে গেল কাজ।আসলে ফেডারেশনের বার বার বিধি নিষেধে বিঘ্নিত হচ্ছে শুটিং।
রাজ্য সরকার বিধি মেনে শ্যুটিংয়ে ছাড়পত্র দিয়েছিল। কিন্তু তবু কাটল না জট । এবিষয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইল আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড ও চ্যানেল কর্তৃপক্ষ।

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, বুধবার থেকেই ৫০ শতাংশ সদস্য নিয়ে কাজ শুরুতে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিন সেই মতো শুরু হয় কাজ।

এদিকে গতকাল একটি নির্দেশিকা জারি করে ফেডারেশন। লকডাউনে বিধি নিষেধ অমান্য করে শ্যুটিং চালিয়ে গেছে যে সমস্ত ধারাবাহিক, তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফেডারেশনের নির্দেশ, যতক্ষণ না প্রোডিউসার গিল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে ততক্ষণ জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞা জারি হয়েছে ‘কৃষ্ণকলি’, ‘মিঠাই’, ‘তিতলি’, ‘ওগো নিরুপমা’, ‘খড়কুটো’, ‘কী করে বলব তোমায়’, ‘অপরাজিতা অপু’, ‘গ্রামের রানি বিনাপানি’, ‘বরণ’, ‘রিমলি’, ‘ফেলনা’, ‘খেলাঘর’, ‘সাঁঝের বাতি’, ‘মোহর’, ‘ধ্রুবতারা’, ‘দেশের মাটি’। রয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিকের নামও। এই তালিকায় আছে ‘রিস্তো কি মাঞ্জা’, ‘মন ফাগুন’, ‘ধূলিকণা’, ‘সুন্দরী’।
ফেডারেশনের কোপে ২০টি মেগা সিরিয়াল, বন্ধ শ্যুটিং। আসলে
শ্যুট ফ্রম হোম নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল ফেডারেশন। তাঁদের অভিযোগ, শ্যুট ফ্রম হোমের কারণে ক্ষতি হচ্ছে দৈনিক মজুরিতে কাজ করা টেকনিশিয়ানদের। আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড ও চ্যানেলের তরফ থেকে সমবেত ভাবে জানান হয়, তারা সুষ্ঠুভাবে কাজ করতে চান। তাদের অভিযোগ, কাজে বাধা দেওয়া হচ্ছে। ক্ষতি হচ্ছে শ্যুটিং-এর। তাঁদের বক্তব্য, ‘স্বয়ং মুখ্যমন্ত্রী কাজ শুরুর ছাড়পত্র দিলেও কেন শ্যুটিং বন্ধের ডাক দিচ্ছে ফেডারেশন’। দু’পক্ষের টানাপোড়েনে আবারও প্রশ্নের মুখে শিল্পী-কলাকুশলীদের ভবিষৎ।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version