করোনা আবহে একমাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলে গেল তারাপীঠ মন্দির। তবে, বৃষ্টির কারণে পুণ্যার্থীর সংখ্যা কম। কোভিড (Covid) বিধি মেনে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিগ্রহ ছোঁয়ার অনুমতি নেই ভক্তদের।

করোনা আবহে গত এক মাস বন্ধ ছিল তারাপীঠ মন্দির (Tarapith Temple)। সেই সময় বেশ কয়েকজন সেবাইত কোভিড আক্রান্ত হন। এরপরে বিধি-নিষেধের কিছু ছাড় দেওয়ায় বুধবার থেকে মন্দির খুলে দেওয়া হয়েছে। তবে মানতে হচ্ছে কড়া কোভিড বিধি।
বিগ্রহ যাতে কেউ স্পর্শ করতে না পারেন, সেজন্য গর্ভগৃহের সামনে বাঁশের ব্যারিকেড করা হয়েছে।
মোবাইল ফোন নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সতর্কতামূলক প্রচারে মন্দির চত্বর জুড়ে সাইনবোর্ড লাগানো হয়েছে।

বৃষ্টির কারণে প্রথম দিন পুণ্যার্থী সংখ্যা কিছুটা কম হলেও ষষ্ঠী উপলক্ষে বেশ কয়েকজন পুজো দিতে গিয়েছিলেন।
