বুধবারই অনাস্থা পেশ, মালদহ জেলা পরিষদ তৃণমূলের দখলে আসা শুধু সময়ের অপেক্ষা

মালদহ জেলা পরিষদের বিজেপির সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের অপসারণ এখন সময়ের অপেক্ষা! জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে মালদহ তৃণমূল কংগ্রেস। মালদহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নূর জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ বুধবারই জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হবে।

মালদহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নূর বলেন, ‘মালদহ জেলা পরিষদের ৩৭ জন সদস্যের মধ্যে আমাদের কাছে রয়েছেন ২৩ জন সদস্য। যেখানে জয়ের জন্য ১৯ জন সদস্যের প্রয়োজন। আমরা বুধবার মালদহ ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করবো’।

প্রসঙ্গত একুশের নির্বাচনের আগে তৃণমূল থেকে নির্বাচিত জেলা পরিষদ সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল আরও কয়েকজনকে নিয়ে যোগ দেন বিজেপিতে। এই দলত্যাগীদের মধ্যে ছিলেন জেলা পরিষদের আরেক কর্মাধ্যক্ষ সরলা মুর্মু। যিনি হবিবপুর বিধানসভা কেন্দ্রে টিকিট পাওয়ার পরেও মালদা বিধানসভার টিকিট না পাওয়ায় অভিযোগে দলত্যাগ করেন। কিন্তু, বিধানসভা ভোটের পর থেকেই পরিস্থিতি বদল হতে শুরু করে। সরলা মূর্মূ থেকে ডলি রানী মন্ডলের মতো বিজেপিতে যোগ দেওয়া জেলা পরিষদ সদস্যরা সরাসরি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

যদিও তৃনমূলের দাবিকে মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডলের দাবি, তৃনমূল অনাস্থা আনতেই পারে। তাতে বিজেপি চিন্তিত নয়। অনাস্থা প্রস্তাবে ভোটাভোটি হলে বিজেপি নিজের সংখ্যা গরিষ্ঠতা প্রমান দিয়ে জেলা পরিষদ দখলে রাখবে ।

আরও পড়ুন-রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হতে চলেছে, ‘বাংলার মেয়ে’কে চাইছেন কেন্দ্রের নেতারা