Tuesday, November 4, 2025

বুধবারই অনাস্থা পেশ, মালদহ জেলা পরিষদ তৃণমূলের দখলে আসা শুধু সময়ের অপেক্ষা

Date:

Share post:

মালদহ জেলা পরিষদের বিজেপির সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের অপসারণ এখন সময়ের অপেক্ষা! জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে মালদহ তৃণমূল কংগ্রেস। মালদহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নূর জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ বুধবারই জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হবে।

মালদহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নূর বলেন, ‘মালদহ জেলা পরিষদের ৩৭ জন সদস্যের মধ্যে আমাদের কাছে রয়েছেন ২৩ জন সদস্য। যেখানে জয়ের জন্য ১৯ জন সদস্যের প্রয়োজন। আমরা বুধবার মালদহ ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করবো’।

প্রসঙ্গত একুশের নির্বাচনের আগে তৃণমূল থেকে নির্বাচিত জেলা পরিষদ সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল আরও কয়েকজনকে নিয়ে যোগ দেন বিজেপিতে। এই দলত্যাগীদের মধ্যে ছিলেন জেলা পরিষদের আরেক কর্মাধ্যক্ষ সরলা মুর্মু। যিনি হবিবপুর বিধানসভা কেন্দ্রে টিকিট পাওয়ার পরেও মালদা বিধানসভার টিকিট না পাওয়ায় অভিযোগে দলত্যাগ করেন। কিন্তু, বিধানসভা ভোটের পর থেকেই পরিস্থিতি বদল হতে শুরু করে। সরলা মূর্মূ থেকে ডলি রানী মন্ডলের মতো বিজেপিতে যোগ দেওয়া জেলা পরিষদ সদস্যরা সরাসরি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

যদিও তৃনমূলের দাবিকে মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডলের দাবি, তৃনমূল অনাস্থা আনতেই পারে। তাতে বিজেপি চিন্তিত নয়। অনাস্থা প্রস্তাবে ভোটাভোটি হলে বিজেপি নিজের সংখ্যা গরিষ্ঠতা প্রমান দিয়ে জেলা পরিষদ দখলে রাখবে ।

আরও পড়ুন-রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হতে চলেছে, ‘বাংলার মেয়ে’কে চাইছেন কেন্দ্রের নেতারা

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...