Saturday, November 8, 2025

প্রতিশ্রুতি পূরণ: ‘কৃষক বন্ধু’ প্রকল্পের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী

Date:

কথা রাখলেন মমতা। নির্বাচনী প্রতিশ্রুতি মতো ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu) প্রকল্পের ভাতা 6 হাজার টাকা থেকে বাড়িয়ে 10 হাজার টাকা করলেন মুখ্যমন্ত্রী। বছরে দুবার অর্থাৎ ছমাস অন্তর পাঁচ হাজার টাকা করে পাবেন কৃষকরা। বৃহস্পতিবার, নবান্নে একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তারপর থেকেই জেলায় জেলায় কৃষকদের অর্থ দেওয়ার কাজ শুরু হয়। সাংবাদিক বৈঠক শেষের সময় মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই 22 টি জেলার কৃষকদের এই অর্থ দেওয়া হয়েছে।

বাড়ানো হয়েছে ক্ষেতমজুর ও বর্গাদারদের ভাতাও। আগে তাঁদের ন্যূনতম দুহাজার টাকা করে বছরে দেওয়া হত। সেই ভাতাও বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি সীমান্তে গত ৬ মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, এ বিষয়ে কেন্দ্রের কোনও ভ্রূক্ষেপই নেই। কেন্দ্রের প্রকল্পের টাকা কৃষকরা পান না বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, বাংলাই ব্যতিক্রম। এখানে কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধিতে আরও ৬০ লক্ষ কৃষক উপকৃত হবেন। উপকৃত হবেন ৬২ লক্ষ ক্ষেতমজুর ও বর্গাদার।

আগে রাজ্যের কৃষক প্রকল্পের আওতায় আসতে গেলে জমির নথি দেখাতে হত। এখন আর জমির নথি দেখানোর প্রয়োজন পড়ে না। হলফনামা পেশ করলেই হয় বলে জানান মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধু প্রকল্পের বিষয়ে একটি বইও প্রকাশ করেন তিনি।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version