বাধ সাধল আবহাওয়া: আপাতত স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

কারণ আবহাওয়া, আপাতত স্থগিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উত্তরবঙ্গ সফর। অনিবার্য কারণে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, আপাতত এটি স্থগিত হচ্ছে।

রাজ্যে টানা কয়েকদিন বৃষ্টি (Rain) চলবে। তাই এই মুহূর্তে নবান্ন থেকেই রাজ্যের বর্ষাকালীন পরিস্থিতির নজরদারির উপরে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আবহাওয়া ঠিক না থাকায় কলকাতা-বাগডোগরা (Kolkata-Bagdogra) বিমানও অনিয়মিত হয়ে পড়েছে। সব মিলিয়ে বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক হলেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে খবর।

কথা ছিল ২১ জুন শিলিগুড়ি (Siliguri) পৌঁছবেন তিনি। থাকবেন চারদিন। ২৪ জুন বিকেলে কলকাতা ফিরবেন। এখন বৃষ্টির পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

Previous articleএবার আইএসএল কাতার বা দুবাইতে হওয়ার সম্ভাবনা
Next articleযোগীরাজ্যে বৃদ্ধ নিগ্রহের ঘটনায় টুইট করার জেরে মামলা অভিনেত্রী স্বরার বিরুদ্ধে