রাজ্যে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে আরও কমল নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে কমল মৃত্যুও।

বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ০১৮ জন। রাজ্যে এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৭৪ হাজার ২৪৯। অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ০৩৩ জন। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ২২,০৭৩ জন। সুস্থতার হার ৯৭.৩৪। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। গতকালের সংখ্যাটা ছিল ৬৯।

স্বস্তি দিয়ে রাজ্যের সঙ্গে সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্তের ৩৬৬। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ১১ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে সাড়ে চারশোর নীচে। একদিনে ৪৩১ জন আক্রান্ত হয়েছেন এবং ১৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। রাজ্যের অনান্য জেলাগুলিতেও পাল্লা দিয়ে কমছে করোনা সংক্রমণ।

আরও পড়ুন- সিএএ আন্দোলনকারীদের জামিনের বিরোধিতা করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ দিল্লি পুলিশ