Thursday, August 21, 2025

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নোট দিলেন ধনকড়, সন্ধেয় অমিত-সাক্ষাৎ

Date:

দিল্লি দরবারে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ৪৫ মিনিট কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁর দিল্লি দরবারে যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে। রাজধানীতে গিয়ে নজিরবিহীনভাবে ধনকড় পৌঁছে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বাড়ি। এরইমধ্যেই বৃহস্পতিবার, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kobind) সঙ্গে সস্ত্রীক দেখা করেন রাজ্যপাল। এদিন সন্ধেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ধনকড়ের।

নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে সরব রাজ্যপাল। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তিনি নিজে বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়েছেন। টুইটে এবং সংবাদমাধ্যমে বারবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল।

এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি নিয়ে ধনকড় একটি নোট দিয়েছেন বলে জানা গিয়েছে। এই বিষয় নিয়ে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করুন এই আর্জিও ধনকড় জানিয়েছেন বলে সূত্রের খবর। বুধবার, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল, তবে তিনি সময় পাননি বলে খবর। বৃহস্পতিবার সন্ধেয় অমিত শাহর সঙ্গে দেখা করার কথা রয়েছে ধনকড়ের। সেখানে তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেন সেটাই দেখার। আগেই তাঁর বিরুদ্ধে বিজেপি নেতার মতো কাজ করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। এমনকী তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাম নেতৃত্ব। এই পরিস্থিতিতে ধনকড়ের দিল্লি সফর রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:অ্যামাজনের সঙ্গে গাঁটছড়া বেঁধে কর ফাঁকি, নাম জড়ালো ইনফোসিস প্রধান নারায়ণ মূর্তির

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version