দুয়ারে সরকারের ঠিকানাতেই কোচবিহারে মিলবে ভ্যাকসিন

দুয়ারের সরকারের ঠিকানাতে এবার প্রবীণদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ। জেলার অঞ্চল স্তরে এবার ভ্যাকসিনেশন কর্মসূচি। কোচবিহার জেলাতে এমনই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে প্রথমবার। মুলত বাড়তি নজর দেওয়া হয়েছে ষাটোর্ধ্বদের দিকে। কোচবিহার ২ ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতে এদিন দুয়ারের সরকারের ঠিকানাতে শুরু হয়েছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিন নেওয়ার পর প্রবীনদের হাতে বৃহস্পতিবার সার্টিফিকেট তুলে দিয়েছেন জেলাশাসক।

জেলাশাসক পবন কাদিয়ান বৃহস্পতিবার ঘুরে দেখেন ভ্যাকসিনেশন সেন্টার। জেলা জুড়ে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচী হবে সব অঞ্চলেই এমনটাই জানান তিনি। জেলাশাসক বলেন দুয়ারে সরকারের কর্মসূচীর ঠিকানাতেই ভ্যাকসিনেশন হবে৷ তাতে সেই এলাকার বাসিন্দাদের ঠিকানা খুঁজে নিতে সুবিধা হবে। বাড়ির কাছে ভ্যাকসিনের সুযোগ পাবেন প্রবীণরা।

আরও পড়ুন- মুকুলের ছেড়ে যাওয়া দলীয় পদ পেলেন স্বপন দাশগুপ্ত