Tuesday, August 26, 2025

জলঙ্গির খয়রামারি গ্রাম পঞ্চায়েতে মহিলা প্রধানকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর

Date:

এবার আক্রান্ত হলেন তৃণমূল পরিচালিত জলঙ্গির খয়রামারি গ্রাম পঞ্চায়েত প্রধান। বৃহস্পতিবার প্রধান সেলিনা বিবিকে পঞ্চায়েতের মধ্যেই চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয় । এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশের বিরুদ্ধে। বরাতজোড়ে উত্তেজিত কর্মীদের মাঝখান থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে উদ্ধার করে পুলিশ।

কিন্তু কেন এই মারধর? জানা গিয়েছে,সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় জলঙ্গির বিডিওর অফিসে লিখিত অভিযোগও দায়ের হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর নাগাদ তৃণমূলের বেশ কিছু সদস্য হঠাৎ হাজির হন পঞ্চায়েত অফিসে। পুলিশের সামনেই প্রধানের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। এরপরেই সেলিনা বিবি নামে ওই মহিলা প্রধানের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এদিন।

কিন্তু কেন এই বিক্ষোভ? দলের একাংশের অভিযোগ, পঞ্চায়েতের সদস্যদের না জানিয়েই পঞ্চায়েত অফিসের জিনিসপত্র ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বাড়ি নিয়ে চলে গিয়েছেন প্রধান।  সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করার প্রতিবাদেই প্রধানের  বিরুদ্ধে জলঙ্গি বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছে বিক্ষোভকারীরা। অভিযোগে জানানো হয়েছে, সিসিটিভি সেট, দুটি ল্যাপটপ, কাঠের চেয়ার, কাঠের দরজা-সহ বিভিন্ন সরঞ্জাম বাড়ি নিয়ে গিয়েছেন ওই প্রধান। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ওই প্রধান।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version