Tuesday, May 6, 2025

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। বুধবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্তে শহরের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়। এর জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্কা সার্কাস, বেহালা, সাদার্ন অ্যাভিনিউয়ের বেশি কিছু অংশ।

আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, গতকাল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৭৯ মিলিমিটার। এছাড়াও ভারী বৃষ্টি হয়েছে বালিগঞ্জে ১৪৮ মিলিমিটার, কালীঘাটে ১৬৮ মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাবে ১৬৩ মিলিমিটার, মানিকতলায় ৭৭ মিলিমিটার, বেলগাছিয়ায় ৮২ মিলিমিটার ও উল্টোডাঙায় ৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  ফলে কলকাতার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, জল নামতে বেশ কিছুটা সময় লাগবে। অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লকগেট বন্ধ অবস্থায়, নতুন করে বৃষ্টি হলে জমা জলের পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে কলকাতা পুরসভা।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version