Sunday, November 9, 2025

তাঁর পাশে থাকার, তাঁকে সাহচর্য দেওয়ার ‘বিনিময় মূল্য ‘ হিসেবে বান্ধবী ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়কে’ নিজের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি দান করার কথা সদ্য ঘোষণা করেছেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু প্রাক্তন মহানাগরিক শোভনের সম্পত্তির পরিমাণ কতটা? স্থাবর এবং অস্থাবর মিলিয়ে ঠিক কতটা সম্পত্তির ‘পাওয়ার অফ এটর্নি ‘ পেতে চলেছেন শোভন -সখী বৈশাখী?

এক ঝলকে দেখে নেওয়া যাক তারই হিসেব। যদি এই হিসেব বেশ কিছুটা পুরনো ২০১৬ সালের।কারণ ২০১৬ তেই বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তখন হলফনামায় সম্পত্তির যে বিবরণ দিয়েছিলেন শোভন…

১) শোভন চট্টোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ৫ বছর আগে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৯১২ টাকা। এর মধ্যে যদিও স্ত্রী রত্নার সম্পত্তির হিসেবও যুক্ত রয়েছে। তবে সেটি বাদ দিয়েও শুধু নিজের সম্পত্তির হিসেবও দিয়েছিলেন তিনি।

 

২) হাতে নগদ ছিল ৪৩,৩৪০ টাকা।

 

৩) ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ৬৮,৩০,৩২২ টাকা।

 

৪) একাধিক বিমা এবং পিপিএফ বাবদ সঞ্চয় ২৭,৯৮,৯৯৯ টাকা।

 

৫) তাঁর নিজের ৪টি গাড়ি ছিল। ইনোভা, জেন, ওয়াগন আর এবং সেলেরিও। যার মূল্য ছিল মোট ৮,৫৩,৫৬৯ টাকা।

 

৬) সোনা, রুপোর অলঙ্কার ৭,৫৩,২৮১ টাকা মূল্যের।

 

৭) সব মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তিছিল ১,০৪,৩০,৯৪২ টাকার।

৮) এবার স্থাবর সম্পত্তির হিসেব …

২০১৬ সাল অনুযায়ী শোভন চট্টোপাধ্যায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২,৬৭,৬০,০৬০ টাকা।

 

৯) বাস্তুজমি ৩৫,৮৭,০০০ টাকার।

 

১০) ব্যবসায়িক কারণে ব্যবহৃত বাড়ির মূল্য ১,৫৩,৭৩,০৬০ টাকা ।

 

১১) বসত বাড়ির দাম ৭৮,০০,০০০ টাকা।

 

১২) মোট স্থাবর সম্পত্তি ২,৬৭,৬০,০৬০ টাকার।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version