Sunday, August 24, 2025

তাঁর পাশে থাকার, তাঁকে সাহচর্য দেওয়ার ‘বিনিময় মূল্য ‘ হিসেবে বান্ধবী ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়কে’ নিজের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি দান করার কথা সদ্য ঘোষণা করেছেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু প্রাক্তন মহানাগরিক শোভনের সম্পত্তির পরিমাণ কতটা? স্থাবর এবং অস্থাবর মিলিয়ে ঠিক কতটা সম্পত্তির ‘পাওয়ার অফ এটর্নি ‘ পেতে চলেছেন শোভন -সখী বৈশাখী?

এক ঝলকে দেখে নেওয়া যাক তারই হিসেব। যদি এই হিসেব বেশ কিছুটা পুরনো ২০১৬ সালের।কারণ ২০১৬ তেই বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তখন হলফনামায় সম্পত্তির যে বিবরণ দিয়েছিলেন শোভন…

১) শোভন চট্টোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ৫ বছর আগে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৯১২ টাকা। এর মধ্যে যদিও স্ত্রী রত্নার সম্পত্তির হিসেবও যুক্ত রয়েছে। তবে সেটি বাদ দিয়েও শুধু নিজের সম্পত্তির হিসেবও দিয়েছিলেন তিনি।

 

২) হাতে নগদ ছিল ৪৩,৩৪০ টাকা।

 

৩) ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ৬৮,৩০,৩২২ টাকা।

 

৪) একাধিক বিমা এবং পিপিএফ বাবদ সঞ্চয় ২৭,৯৮,৯৯৯ টাকা।

 

৫) তাঁর নিজের ৪টি গাড়ি ছিল। ইনোভা, জেন, ওয়াগন আর এবং সেলেরিও। যার মূল্য ছিল মোট ৮,৫৩,৫৬৯ টাকা।

 

৬) সোনা, রুপোর অলঙ্কার ৭,৫৩,২৮১ টাকা মূল্যের।

 

৭) সব মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তিছিল ১,০৪,৩০,৯৪২ টাকার।

৮) এবার স্থাবর সম্পত্তির হিসেব …

২০১৬ সাল অনুযায়ী শোভন চট্টোপাধ্যায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২,৬৭,৬০,০৬০ টাকা।

 

৯) বাস্তুজমি ৩৫,৮৭,০০০ টাকার।

 

১০) ব্যবসায়িক কারণে ব্যবহৃত বাড়ির মূল্য ১,৫৩,৭৩,০৬০ টাকা ।

 

১১) বসত বাড়ির দাম ৭৮,০০,০০০ টাকা।

 

১২) মোট স্থাবর সম্পত্তি ২,৬৭,৬০,০৬০ টাকার।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version