আগামী ২-৩ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস,রাতভর বৃষ্টিতে জলে থৈথৈ কলকাতা

0
2

সকাল থেকেই মুখভার আকাশের। আজ ফের নিম্নচাপ ও দক্ষিণ- পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।সেইসঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
বৃহস্পতিবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে বলে পূর্বাভাস।আগামী ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর,কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়ার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ-সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও।
জানা গিয়েছে, নিম্নচাপ ঝাড়খন্ড থেকে ক্রমশ বিহারের দিকে সরছে। রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপের অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে আগামী ৩ দিন টানা রাজ্যজুড়ে বৃষ্টি চলবে।আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টির জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে বুধবার রাত থেকে সকাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়। এর জেরে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্কা সার্কাস, বেহালা, সাদার্ন অ্যাভিনিউয়ের বেশ কিছু অংশে। এই সব এলাকায় রাস্তাতেও জল জমে যায়। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।