Saturday, November 15, 2025

খোঁজ মিলেছে ‘ফেরার’ শিবপ্রকাশের, বিপর্যয় সামলাতে আজ ‘পরামর্শ’ দেবেন দিলীপ ঘোষদের

Date:

অবশেষে রাজ্যে দেখা মিলেছে বঙ্গ- বিজেপির অন্যতম পর্যবেক্ষক শিবপ্রকাশের৷ ২ মে থেকেই নিরুদ্দেশ ছিলেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা৷

ভোটের ফলপ্রকাশের পর তিনি রাজ্য ছেড়েছিলেন বাকি পর্যবেক্ষকদের সঙ্গেই৷ তখন থেকেই এদের খবর আর পাওয়া যাচ্ছিলো না৷ রাজ্য দলের কর্মীরা তো বটেই, একাধিক শীর্ষ নেতাও লজ্জাজনক পরাজয়ের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তথা পর্যবেক্ষকদেরই দায়ি করেছেন প্রকাশ্যেই৷ সে সবের জবাব দেননি কোনও পর্যবেক্ষকই৷ তবে দীর্ঘদিন কার্যত ‘ফেরার’ থাকার পর শহরে এসেছেন শিবপ্রকাশ৷ সূত্রের খবর, ভোটে বিপর্যয় এবং দলত্যাগের হিড়িক ওঠার পর রাজ্য বিজেপি ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’ নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে৷ সেখানেই হাজির থেকে ‘সুচিন্তিত’ পরামর্শ দেবেন কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের ৫ সাধারণ সম্পাদককে জরুরি তলব করা হয়েছে শিব প্রকাশের বৈঠকে। নির্বাচনী ভরাডুবির পর বিপর্যয় সামাল দিতেই এই বৈঠক হবে৷ দিলীপ ঘোষরা ইতিমধ্যেই অভিযোগ করেছেন, ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বহু কর্মী। হামলার শিকার হচ্ছেন বিজেপি কর্মীরা। বিজেপির জেলা নেতৃত্ব রাজ্য কমিটিকে জানিয়েছে, এই পরিস্থিতিতে সংগঠন ধরে রাখাই এখন বড় দায়। দ্রুত দাঁড়াতে হবে দুর্গত কর্মীদের পাশে। কীভাবে তা করা যায় তা নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে।
মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর দলের বেশকিছু বিধায়ক তাঁর পথ অনুসরণ করতে পারেন বলে আশঙ্কা বিজেপি নেতৃত্বের। যদিও দিলীপ ঘোষ বলছেন, “কেউই যাবেন না।” মুকুল ইতিমধ্যেই এক সাংসদ এবং বেশ কয়েকজন বিধায়ককে ফোন করেছেন বলে খবর। মুকুল নিজেই স্বীকার করেছেন,”অনেকের সঙ্গে কথা হয়েছে।” বলাই বাহুল্য, আগামী দিনে মুকুল বিজেপির জনাকয়েক বিধায়ক ভাঙিয়ে নিতে সক্ষম হলে নতুন বিপত্তিতে পড়বে গেরুয়া শিবির৷ দলের ভাঙন কীভাবে ঠেকানো যায়, তা নিয়েই বৈঠক করার জন্যই দিল্লি এই শিবপ্রকাশকে ফের রাজ্যে পাঠিয়েছে৷ দিলীপ ঘোষরাও চাইছেন, বাংলার পরিস্থিতি স্বচক্ষে দেখে যান কেন্দ্রীয় নেতারা, সংগঠন ধরে রাখতে পদক্ষেপ করুন৷

তবে রাজ্য বিজেপির একাধিক নেতা এদিনই মন্তব্য করেছেন, এই শিবপ্রকাশদের উপদেশেই দল ভোটে ডুবেছে৷ বাংলার রাজনীতি এরা এক আনাও জানেন না৷ ফের এদের উপর ভরসা করার অর্থ, বাংলায় পুরোপুরিভাবে দল তুলে দেওয়া৷

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version