Sunday, May 4, 2025

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের কি বোর্ড আর মোবাইলের যুগেও ঠিক যেভাবে কলকাতা বইমেলা বা কলেজস্ট্রিটে ছুটে যায় বাঙালি, সেভাবেই তারা ভিড় জমিয়েছেন পেন উৎসব ২০২৫-এ। কারো কাছে নতুন সংগ্রহের টান। কেউ এসেছেন অনেকদিনের শখের পেনটি নিয়ে যেতে। কেউ আবার পেন বিক্রেতাদের টানেই ভিড় জমাচ্ছেন কলকাতার আইসিসিআর-এ।

উদ্যোক্তাদের কথায়, কালির কলমের ঐতিহ্য ধরে রাখাই তাঁদের উদ্দেশ্য। যেভাবে মোবাইল ল্যাপটপের যুগে হাতে লেখার চলই বন্ধ হওয়ার উপক্রম, তাতে পেনের উৎসবে আদৌ মাহাত্ম্য যে হারায়নি কালির কলম, তারই প্রমাণ পেন উৎসব ২০২৫-এ মানুষের উৎসাহ। এই উৎসবে যেমন ছাত্ররা আসছেন। তেমনই শিক্ষক, আইনজীবী, চিকিৎসকরাও আসছেন, জানান উদ্যোক্তারা।

পেনের উৎসব যেখানে, সেখানে দাম থেকে শুরু করে উপাদানের বিভিন্নতা যে থাকবে তা বলাই বাহুল্য। উদ্যোক্তা সায়ক আঢ্য জানান, পঞ্চাশ টাকা দামের পেনের পাশাপাশি পাঁচ লক্ষ টাকা দামের পেনও রয়েছে সেখানে। সাত লক্ষ টাকা দামের পেন সাজিয়েছেন জার্মানির বিখ্যাত স্টেডলার কোম্পানি। আবার দেশেরই ইন্দোর থেকে আসা ক্লিক পেনের সম্ভারও রয়েছে। কোথাও রয়েছে খাগের কলম, তো কোথাও পেনের সঙ্গে তার চামড়ার খাম।

দামের রকমফের যেমন রয়েছে। তেমনই পেনের বয়সেরও ফারাক রয়েছে এই উৎসবে। কোনও ১০০ বছর পুরোনো, আবার কোনওটা ১১০ বছর বয়সী। আবার কেউ এনেছেন সাম্প্রতিককালে ভারতীয় শিল্পের নমুনা তুলে ধরে হাতে তৈরি পেন। লেখার সামগ্রী যেমন রয়েছে, তেমনই পেনের স্ট্যান্ড থেকে কালিও রয়েছে। সেখানেও তুলে আনা হয়েছে প্রাচীনতাকে। কলিকেতা কোম্পানির রক্তকরবী বা নীলদর্পণ কিনতে ক্রেতাদের উৎসাহেও ভাটা নেই।

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version