Wednesday, August 27, 2025

তৃণমূলের সঙ্গে “সেটিং” কৈলাসের, বিজেপি দফতরে মুকুল ঘনিষ্ঠ নেতার নামে পোস্টারে ছয়লাপ

Date:

ভোট বিপর্যয়ের পর রাজ্য বিজেপির (BJP) অন্দরের ফাটল আরও চওড়া হচ্ছে। এবার বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেন্ট্রাল এভিনিউতে রাজ্য বিজেপির সদর দদফতর মুরলিধর সেন লেনের বাইরে কৈলাসের বিরুদ্ধে পড়ল পোস্টার। যেখানে তাঁর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ করা হয়েছে। ‘‘TMC Setting Master”, “Go Back” বলে কটাক্ষ করে এই পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে হেস্টিংস অফিস ও বিমানবন্দর চত্বরের দলীয় কার্যালয়ও।

প্রসঙ্গত, তৃণমূল বিজেপি হয়ে আবার তৃণমূলে ফের মুকুল রায়ের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠতা রাজ্য রাজনীতিতে সর্বজনবিদিত। সেই জায়গা থেকে গেরুয়া শিবিরের একটা বড় অংশ মনে করছে, বিজেপিতে থাকাকালীন তৃণমূলের সঙ্গে ভিতর ভিতর আঁতাত ছিল মুকুলের। এবং সবটাই জানতেন কৈলাস।

সম্প্রতি, তথাগত রায় টুইটে কটাক্ষ করে কৈলাসকে “ভোদা বিড়াল’’ নামে ডেকে ফেলেন। সেখানে লেখা, “মমতা পিসি এই ভোদা বিড়ালটাকে তৃণমূলে নিয়ে নাও, মালটা বন্ধুকে না পেয়ে হতাশ হতে পারে। সারাদিন মুকুলের সাথে ফিস/ফিস গুজ/গুজ করত।” মুকুল-কৈলাসের ছবি পোস্ট করে এই টুইটটি করেছিলেন বিজেপি কর্মী দিবাকর দেবনাথ। তা রিটুইট করেছেন তথাগত রায়। লিখেছেন, “দলের প্রতি বিশ্বস্ত এক বিজেপি কর্মীর টুইটটিকে ইংরেজিতে অনুবাদ করছি। এতে আমি কিছু যোগও করব না, আর কিছু বাদও দেব না।” আর তথাগতর এমন মন্তব্যের পর কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে এমন পোস্টার খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:সহজে ভাঙতে নারাজ হান, ফের ঘটনার পুনর্নির্মাণ করলেন গোয়েন্দারা

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version