Monday, August 25, 2025

মাধ্যমিকের মূল্যায়ণ হবে কীভাবে? বিশেষজ্ঞ কমিটির দেওয়া ফরমুলা প্রকাশ করল পর্ষদ

Date:

করোনা পরিস্থিতির (Corona pandemic) জন্য রাজ্যের মাধ্যমিক (madhyamik exam)এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS exam)বাতিল হয়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু মূল্যায়নের ভিত্তিতে কী ভাবে ফল প্রকাশ করা হবে তা ঠিক করার জন্য রাজ্য সরকার ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি (6 commity special panel) গঠন করেছিল। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সেই কমিটির পেশ করা মূল্যায়নের পদ্ধতি প্রকাশিত হল।

 

মাধ্যমিকের ফল প্রকাশিত হবে নবম এবং দশম শ্রেণির ফলের ভিত্তিতে। কী ভাবে? শুক্রবার সেই ফর্মূলা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। জানানো হয়েছে, পঞ্চাশ পঞ্চাশ ফর্মূলায় মাধ্যমিকের ফল তৈরি করা হবে। নবম শ্রেণির ফাইনাল পরীক্ষার নম্বর এবং দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল, এই দুই পরীক্ষার ফলাফলকে সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হবে। নবম শ্রেণির পরীক্ষার ফল থেকে ৫০ এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বর নিয়ে মূল্যায়ন করা হবে। ধরা যাক নবম শ্রেণির ফাইনাল পরীক্ষায় কেউ ৮০ পেয়েছিল । সেখান থেকে ৫০% নম্বর অর্থাৎ ৪০ নম্বর নেওয়া হবে।

আর দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষায় কেউ ৬০ পেয়েছিলেন। সে থেকে ৫০ শতাংশ নম্বর নম্বর অর্থাৎ ৩০ নম্বর নিয়ে মোট নম্বর যোগ করা হবে। তাহলে এক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মাধ্যমিকের প্রাপ্ত নম্বর হলো ৪০+৩০ =৭০ । অর্থাৎ মাধ্যমিকে মোট ১০০ নম্বরের মধ্যে সে পেল ৭০।

তবে কেউ যদি এই মূল্যায়নে সন্তুষ্ট না হন, তা হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে। কিন্তু কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরেই পরীক্ষা হবে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version