দেশব্যাপী কার্যত ধ্বংসলীলা চালানোর পর অবশেষে কিছুটা হলেও আয়ত্তে এল মারন করোনাভাইরাস(Coronavirus)। টানা প্রায় আড়াই মাস সংক্রমণের নিরিখে বিশ্বের প্রথম স্থানে থাকার পর অবশেষে দ্বিতীয়তে নামল ভারত(India)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের(Helth ministry) তথ্য অনুযায়ী শনিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৭৪৩ জন। শুধু তাই নয় বেড়েছে সুস্থতার হার। রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশে সুস্থতার হার ৯৫.৮০ শতাংশ। বর্তমানে বিশ্বব্যাপী তালিকায় দৈনিক করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে উঠে এসেছে ব্রাজিল। এরপরই দ্বিতীয় স্থানে ভারত।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লক্ষ ২৩ হাজার ৫৪৬ জন। মোট সুস্থ ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৩৯০ জন। যার ফলে সক্রিয় রোগী কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৬০ হাজার ১৯ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৪৭ জনের। দেশে মোট মৃত্যু বেড়ে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জন। পাশাপাশি এখনো পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩ জন।
