Wednesday, November 5, 2025

মেঝে খুঁড়ে উদ্ধার ৪ জনের দেহ, মালদহ হত্যাকাণ্ডে আতসকাচের তলায় দাদার ভূমিকা

Date:

অবশেষে মেঝে খুঁড়ে উদ্ধার হল মালদহে (Maldah) একই পরিবারে খুন হওয়া চারজনের দেহ। গত ২৮ ফেব্রুয়ারি মা-বাবা-দিদা ও বোনকে কোনওভাবে অজ্ঞান করেছিল মালদহের কালিয়াচকের ধৃত যুবক আসিফ মহম্মদ (Asif Md)। তার পরে সকলকে শ্বাসরোধ করে মেরে পুঁতে দিয়েছিল বাড়ির ভিতরের একটি ঘরের মেঝেয়। প্রায় সাড়ে তিন মাস পরে ওই বাড়িতে ঢুকে ধৃতকে নিয়ে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে চারটি দেহই পুলিশ উদ্ধার করেছে। দেহগুলিতে পচন ধরে গিয়েছে। পলিথিনে মুড়ে তা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Medical College Hospital) ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সময়ে আসিফের দাদা আরিফও বাড়িতে ছিল বলে পুলিশ জেনেছে। তা হলে আরিফ কেন বধা দেয়নি? আরিফের দাবি, সে সময়ে তাঁকেও প্রাণে মারার চেষ্টা করে আসিফ। তাই কোনমতে বাড়ি ছেড়ে পালাতে পালিয়ে যান আরিফ। অবশেষে দুদিন আগে এলাকায় ফিরে আরিফ জানতে পারেন তাঁদের বাড়িটি বিক্রি করা হবে। তখনই তিনি লিখিতভাবে পুলিশকে সব জানিয়ে দেন।

আরও পড়ুন-জ্ঞানেশ্বরীকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: মৃত আসলে জীবিত!

মালদহ জেলা পুলিশ জানিয়েছে, দেহগুলি ফরেনসিক (Forensic) পরীক্ষা করানোর পরে মৃত্যু সঠিক কারণ স্পষ্ট হবে। আরিফ কেন এতদিন চুপ করেছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানতে পেরেছে, বছর তিনেক আগে আসিফ ৭ লক্ষ টাকা দেনা করে বাড়িতে চাপ দেয়। সে সময়ে তাঁর বাবা সেই দেনা মিটিয়ে দেন। নানা সময়ে আসিফ টাকার জন্য চাপ দিত। গত ফেব্রুয়ারি মাসের গোড়ায় সে বাড়িতে চাপ দিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিল বলে একটি সূত্রে পুলিশ জেনেছে।

এই সব ঘটনা আসিফ একা ঘটিয়েছে নাকি কোনও চক্র আড়ালে রয়েছে তাও পুলিশ তদন্ত করে দেখছে। সেই সঙ্গে আসিফের দাদার ভূমিকা নিয়েও যে ধন্দ তৈরি হয়েছে। তারও জট ছাড়াতে তাঁকে জেরা করছে পুলিশ।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version