জ্ঞানেশ্বরীকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: মৃত আসলে জীবিত!

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনায় মৃত আসলে জীবিত। ডিএনএ-র (Dna) নকল রিপোর্ট জমা দিয়েই এই প্রতারণা বলে অভিযোগ।

আরও পড়ুন-জরুরি তলব: বঙ্গে ফেরার আগে ফের শাহ সাক্ষাতে ধনকড়

২০১০-এ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস (Gyaneswari Express) দুর্ঘটনায় মৃত্যু হয় ১৪১ জনের। কিন্তু সম্প্রতি জানা যায় মৃতদের মধ্যে একজন জীবিত! মৃতদের তালিকায় নাম ছিল অমৃতাভ চৌধুরীর (Amritabha Chowdhury)। প্রতারণার অভিযোগ আটক করা হয়েছে অভিযুক্ত অমৃতাভ ও তাঁর বাবাকে। ডিএনএ-র নমুনা মিলিয়ে দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য বরাদ্দ ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় সরকার। সরকারি চাকরি পান অমৃতাভর বোন। কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের ভিজিল্যান্স ডিপার্টমেন্টের সন্দেহ হওয়ায় সিবিআইয়ে (Cbi) অভিযোগ দায়ের হয়। তদন্তের পর জোড়াবাগান থেকে ধরা হয়েছে অমৃতাভ চৌধুরী ও তাঁর বাবাকে।