Sunday, November 16, 2025

তিনদিনের দিল্লি সফর শেষে শনিবার রাজ্যে ফেরার কথা ছিল রাজ্যপাল(governor) জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar)। তবে তার আগেই এদিন সকালে হঠাৎ রাজ্যপালকে নিজের বাসভবনে তলব করেন স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)। অমিত শাহের(Amit Shah) হঠাৎ এই তলবে স্বাভাবিকভাবেই জল্পনা উস্কে উঠেছে রাজ্য রাজনীতিতে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, শাহ বৈঠক সেরে আজ বিকেলে কলকাতায় ফিরবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে এদিন ফের কি কারনে রাজ্যপালকে তলব করা হলো তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, বঙ্গে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে শুরু থেকেই সরব রাজ্য বিজেপি। বিজেপির সুরে সুর মিলিয়ে সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হতে দেখা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে। রাজ্যপালের এই দিল্লি সফর কী কারণে তা স্পষ্ট কারণে রাজভবনে তরফ স্পষ্ট করা না হলেও রাজনৈতিক মহলের ধারণা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে দিল্লি হাজির হয়েছেন তিনি। এ বিষয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত হয় তাঁর। শুক্রবার ধনকড়ের ফেরার কথা থাকলেও বিকেলে জানা যায় সফরসূচিতে বদল হয়েছে। অবশেষে শনিবার জানা গেল কী কারনে এই বদল। তবে রাজ্যপালকে কেন হঠাৎ তলব করলেন অমিত শাহ তা নিয়ে প্রশ্ন উঠছে। অনুমান করা হচ্ছে গুরুতর কোনো বিষয় নিয়ে আলোচনা হবে দুজনের। পাশাপাশি রাজনৈতিক মহলের ধারণা, বঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে যেভাবে পক্ষপাতদুষ্টতার অভিযোগ উঠেছে এদিনের বৈঠকে সে বিষয়েও রাজ্যপালকে সতর্ক করে দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে রাজ্যপালের এই দিল্লি সফরকে মোটেই ভাল চোখে দেখছে না রাজ্যের শাসকদল তৃণমূল। এ নিয়ে শুক্রবার তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, “রাজ্যপাল দিল্লি গিয়ে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কোনও পদক্ষেপ নিচ্ছেন কিনা, আমরা জানি না। কিন্তু তাঁর আচরণ ইতিপূর্বে আমরা যা দেখেছি, তাতে তিনি রাজ্যের বিরুদ্ধে কোনও ঘোঁট পাকাতে গিয়েছেন। আমরা এর নিন্দা করছি।” পাশাপাশি সরকারের তরফে এই রাজ্যপালকে বরখাস্তের দাবি তোলা হয়েছে কেন্দ্রের কাছে। তৃণমূলের তরফে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, “রাজ্যপাল কার্যত বিজেপির মাইক্রোফোনে পরিণত হয়েছেন। তিনি চারদিন ধরে দিল্লিতে শাহি–দরবারে ঘুরে বেড়াচ্ছেন।”

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version