Monday, May 5, 2025

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের(Central Government employee) স্বার্থের কথা মাথায় রেখেই এবার কর্মীদের Travel Allowance নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে Travel Allowance ক্লেম করার সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হয়েছে। চলতি বছরের ১৫ জুন থেকে তা কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

প্রসঙ্গত, ২০১৮ সালে মোদি সরকারের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসর নেওয়ার পর টিএ দাবির সময়সীমা এক বছর থেকে কমিয়ে ৬০দিন করা হয়‌। কেন্দ্রের এমন সিদ্ধান্ত পরিবর্তন ও সময়সীমা বাড়ানোর জন্য একাধিক দপ্তর থেকে আবেদন জানানো হয়। যুক্তি হিসেবে জানানো হয়, একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীর জন্য অবসর গ্রহণের পরে পরিবারের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পুনরায় বসতি স্থাপন করা খুব জটিল, যার জন্য ক্লেম জমা দেওয়ার সময়টি খুব কম ছিল। অবশেষে সেই দাবি মেনে টিএ ক্লেমের সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হল।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে ভারত সরকার। ২৬ জুন হতে চলেছে মহার্ঘ্য ভাতা নিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম এবং ফাইন্যান্স মন্ত্রক ও পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের আধিকারিকদের মধ্যে আলোচনা। জানা গিয়েছে, বৈঠকে মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও কেন্দ্রীয় সরকারের পেনশনারদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে আলোচনা করা হবে। যদি অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে আগামী ১ জুলাই থেকে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ।

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version