Friday, November 7, 2025

অর্থই অনর্থম! মালদহ হত্যাকাণ্ডে সম্পত্তিই কারণ, সন্দেহ পুলিশের

Date:

বাবার অনেক সম্পত্তি। তা একা হাতাতেই বাবা-মা-বোন-দিদাকে খুন করে পুঁতে রেখেছিল ছোটছেলে। প্রাথমিক তদন্তে সন্দেহ পুলিশ। নিহতদের আত্মীয়, পড়শিদের সঙ্গে কথা বলার পরে ওই সন্দেহ অনেকটাই জোরদার হয়েছে।

শনিবার সকালে ওই হাড় হিম করা ঘটনার খবর সামনে এসেছে। কালিয়াচক থানা এলাকায় একই পরিবারে চার জনকে খুন করে মহম্মদ আসিফ (Md Asif)। আসিফের বাবা জাওয়াদ আলি (Jaoyad Ali), ইরা বিবি (Era Bibi), রিমা খাতুন (Rima Khatun) ও আলেক নূর বেওয়া (Aleknoor Bewa)। দেহগুলি উদ্ধার করছে পুলিশ। খাবারে বিষ মিশিয়ে নাকি অন্য কোনভাবে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে এলাকায় যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin)। সেখানেই বাড়ির মধ্যে থাকা একটি সুড়ঙ্গের খোঁজ মেলে। সেখান থেকে অনুসন্ধান করে চারজনের দেহ উদ্ধার হয়।

প্রতিবেশীরা জানান, মহম্মদ আসিফ ওরফে হান্নান স্থানীয় স্কুলের দশম শ্রেণি পর্যন্ত পড়েছে। এরপর থেকে সে বাড়িতেই থাকত। এমনকী, তার বাড়িতে কাউকেই ঢুকতে দিত না। তার এক দাদা রয়েছেন। নাম আরিফ। তাঁকেও আসিফ প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। ফলে সে চার মাস আগে পালিয়ে যায়। প্রতিবেশীদের সঙ্গে বড় দাদার যোগাযোগ থাকলেও ছোট ভাইয়ের কোনও যোগাযোগ ছিল না। প্রতিবেশীদের ওই বাড়িতে আসিফ ঢুকতে দিত না। তাতেই তাদের সন্দেহ দানা বাঁধে। এর পরই শুক্রবার আসিফের দাদা বাড়িতে ফিরে আসে। প্রতিবেশীরা জানতে পারে, আসিফ চারজনকে খুন করে বাড়ির ঘরের মধ্যে পুঁতে রেখেছে।

সূত্রে খবর, আসিফের বাবার প্রচুর সম্পত্তি রয়েছে। মাঝে মাঝে তার বাবার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে সে খরচ করত। তবে কী উদ্দেশ্যে খরচ করা হচ্ছে সেটা কখনই তাদের বলত না। ধৃতের কাকা নৌসাদ মহম্মদ জানান, ল্যাপটপ সহ বিভিন্ন কমপিউটার কিনেছিল আসিফ। সে জানিয়েছিল সে একটি অ্যাপ তৈরি করছে। সেই কারণেই টাকার দরকার। এরপর থেকে বাড়ির বাইর বের হত না। খুনের ঘটনায় আরিফের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসানসোলে নবজাতকের নাম অগ্নিমিত্রা!

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version