Friday, August 22, 2025

প্রতিবারের মতো এবারও ‘ফাদার্স ডে’-তে বিশ্বের সকল পিতাদের শুভেচ্ছা জানিয়ে চমৎকার ডুডলের পরিবেশন করল গুগল । সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পিতৃদিবসের দিনটিকে স্মরণ করে বাবাদের উদ্দেশে নানান কৃতজ্ঞতা ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে।সেই দৌড়ে পিছিয়ে নেই গুগলও। নিজেদের তৈরি অসাধারণ ডুডলের মাধ্যমে ফাদার্স ডে-এর শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন তারাও।যা ডিজিটাল মেসেজের মাধ্যমে শেয়ারও করা যায়। যে কোনও ব্যক্তি এই ডুডলটি বাবাদের জন্য ভার্চুয়াল গ্রিটিংস কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন।

বিশ্বজুড়ে জুনের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালিত হলেও ইউরোপে ফাদার্স ডে পালিত হয় ১৯ জুন। ‘বাবা’, যে শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে – ত্যাগ, মূল্যবোধ, অক্লান্ত পরিশ্রম, নিজের কষ্ট চেপে রেখে সন্তানদের আগলে রাখা-একাধিক মহত্ত্বর বিষয় চোখের সামনে ভেসে ওঠে। একজন সন্তানের জন্ম থেকে তাঁর বেড়ে ওঠার- প্রতি পদে বটবৃক্ষের মতো ছায়া দেন যে মানুষটি, আগলে রাখেন যিনি… তিনিই বাবা।সন্তানের যাবতীয় প্রয়োজন মেটানোই নয়, তাঁকে সমাজ-সংসারের উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্বও ঘাড়ে তুলে নেন বাবা। সন্তানের জীবনে বাবাদের এই অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর উদযাপিত হয়… Father’s Day।

‘ফাদার্স ডে’ উপলক্ষে গুগল ডুডলটি বেশ চমৎকার। ডুডলটিতে দেখা যাচ্ছে, দুটি কার্ড পপ আপ করছে। একটিতে ইংরাজি লেটার ‘G’এবং অপরটিতে ইংরাজিতেই ‘g’। এর মাধ্যমে একটি সন্তান ও বাবা দু’জন দু’জনকে ভালোবাসা নিবেদন করছে। প্রতিবছরই গুগল এই বিশেষ দিনটিকে পালন করতে তাদের হোমপেজে ডুডল লাগায়। এই ডুডলটি ডিজিটাল মাধ্যমে শেয়ারও করা যায়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version