ইংল্যান্ডের ( England )মাটিতে সমানে সমানে লড়াই দিয়ে ম্যাচ শেষ করল ভারতের মহিলা দল( india team) । রবিবার ইংল্যান্ড মহিলা দলের সঙ্গে সিরিজে একমাত্র টেস্টে ড্র করল মিতালি রাজরা( mithali raj)। প্রায় হারা ম্যাচকে ড্র এর রাস্তায় নিয়ে আসেন স্নেহ রানা। ৮০ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি।

এই ম্যাচে ইংল্যান্ডের ৯ উইকেটে ৩৯৬ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় যায় ২৩১ রানে। ফলো অন করে দ্বিতীয় ইনিংসে ভারত করে ৮ উইকেটে ৩৪৪ রান। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে প্রথমে সামাল দেন শেফালি বর্মা, দিপ্তি শর্মা, পুনম রাউতরা। ৬৩ রান করে শেফালি। ফলো অন করে ১ উইকেটে ৮৩ রান নিয়ে শনিবার শেষ দিনের খেলা শুরু করে ভারত। ইনিংস হার এড়াতে তখনও ভারতের দরকার ছিল ৮২ রান। দিপ্তি করেন ৫৪ রান, পুনম রাউত করেন ৩৯। এরপর তাসের ঘরের মতন ভেঙে যায় ভারতের ব্যাটিং লাইন। অধিনায়ক মিতালি করেন মাত্র ৪ রান। এরপর ভারতকে ব্যাট হাতে ভরসা দেন স্নেহ রানা। আর তাঁকে সাহায্য করেন তানিয়া ভাটিয়া। আট নম্বরে নেমে ৮০ রান করে অপরাজিত থাকেন রানা। দশ নম্বরে নামা তানিয়া ৪৪ রান করে অপরাজিত থাকেন। অবিচ্ছিন্ন নবম উইকেটে ১০৪ রান যোগ হয়। রানার ইনিংসে রয়ছে ১৩টি চার। তানিয়ার ৮৮টি বলের ইনিংসে ৬টি চার। তাদের এই দুরন্ত লড়াইয়ের জেরে ইংল্যান্ডের থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনতে পারল মিতালি রাজের দল।

আরও পড়ুন:পর্তুগালের বিরুদ্ধে দুরন্ত জয় জার্মানির
